নারী এশিয়া কাপ: থাইল্যান্ডকে হারিয়ে তিনে শ্রীলঙ্কা
প্রকাশিত : ১৩:৫৬, ৪ অক্টোবর ২০২২
নারী এশিয়া কাপে থাইল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে বাংলাদেশকে টপকে পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে শ্রীলঙ্কা।
সিলেটের আউটার স্টেডিয়াম মাঠে মঙ্গলবার থাইল্যান্ডকে ৪৯ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। ৬৯ বলে ৮১ রান করে ম্যাচসেরা হয়েছেন হার্সিথা সামারাবিক্রমা।
সিলেটের মন্থর উইকেটে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক। তবে সিদ্ধান্তটা যে সঠিক ছিল সেটা প্রমাণ করেন দুই ওপেনার সামারাবিক্রমা ও আতাপাত্তু। দলীয় ৬৩ রানে আতাপাত্তু ফিরলেও দাপুটে ব্যাটিং করে যান সামারাবিক্রমা। শেষদিকে নিকাশীর ২১ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংসে ১৫৬ রানের বড় সংগ্রহ পায় শ্রীলঙ্কা।
লক্ষ্য তাড়া করতে নেমে নান্নাপাতের ব্যাটে শুরুতে কিছুটা আশা জাগায় থাইল্যান্ড। তবে ২১ বলে ২৫ রান করে তিনি ফিরলে লড়াই থেকেই ছিটকে যায় থাই মেয়েরা। চানিদার ৩৭ ও চাইওয়াইয়ের ১৯ রানে ভর করে শেষমেষ ১০০ রানের গন্ডি পার করে দলটি। ১০৭ রানে থামে থাইল্যান্ডের ইনিংস।
এএইচএস