ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

নারী বিশ্বকাপে কঠিন গ্রুপে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৭, ৪ অক্টোবর ২০২২

২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়েই টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ নারী দল। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

১০টি দলকে দুই গ্রুপে ভাগ করে ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। ২৬ ফেব্রুয়ারি ফাইনাল দিয়ে শেষ হবে আসরটি।

বিশ্বকাপ বাছাইপর্বে চ্যাম্পিয়ন হওয়ায় মূল আসরে গ্রুপ-১ এ খেলবে বাংলাদেশ। জ্যোতিদের গ্রুপে শ্রীলঙ্কা ছাড়াও আরও রয়েছে- অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো কঠিন প্রতিপক্ষ।

বাছাইপর্বে রানার্স-আপ হওয়াতে গ্রুপ-২ এ থাকছে আয়ারল্যান্ড। সেখানে আইরিশদের সঙ্গী ইংল্যান্ড, ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। দুই গ্রুপের সেরা দুই দল সেমিফাইনালের টিকিট পাবে।

১০ ফেব্রুয়ারি কেপটাউনে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপের গ্রুপ পর্ব।

১২ ফেব্রুয়ারি একইমাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। ১৪ ফেব্রুয়ারি পাঁচবারের শিরোপা জয়ী অস্ট্রেলিয়ার বিপক্ষে, ১৭ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে ও ২১ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ।

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা শেষ হবে। দুই গ্রুপের সেরা চার দল সেমিফাইনালে খেলবে। ২৩ ফেব্রুয়ারি প্রথম ও ২৪ ফেব্রুয়ারি দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। দু’টি সেমির জন্য রিজার্ভ ডেও রাখা হয়েছে।

২৬ ফেব্রুয়ারি হবে ফাইনাল। ২৭ ফেব্রুয়ারি ফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে।

বিশ্বকাপে গ্রুপ পর্বে বাংলাদেশের সময় সূচি:
১২ ফেব্রুয়ারি: বাংলাদেশ-শ্রীলংকা, কেপটাউন
১৪ ফেব্রুয়ারি: বাংলাদেশ-অস্ট্রেলিয়া, গেবেখায়
১৭ ফেব্রুয়ারি: বাংলাদেশ-নিউ জিল্যান্ড, কেপটাউন
২১ ফেব্রুয়ারি: বাংলাদেশ- দক্ষিণ আফ্রিকা, কেপটাউন

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি