সিটির বড় জয়ে হলান্ডের জোড়া গোল
প্রকাশিত : ১১:১৪, ৬ অক্টোবর ২০২২ | আপডেট: ১১:১৫, ৬ অক্টোবর ২০২২
অবিশ্বাস্য ফর্মে ছুটে চলা তারকা হলান্ডের সঙ্গে জ্বলে উঠল পুরো দল। নরওয়ের এই ফরোয়ার্ড প্রথমার্ধেই করলেন জোড়া গোল। দ্বিতীয়ার্থে তাকে আর নামাননি সিটি কোচ। তাতে আরেকটি হ্যাটট্রিকের সুযোগ থেকে বঞ্চিত হলেও হলান্ডের দল কোপেনহেগেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে।
বুধবার রাতে ম্যানচেস্টারের ইতিহাদ স্টেডিয়ামে ‘জি’ গ্রুপের ম্যাচটি ৫-০ গোলে জিতেছে পেপ গার্দিওয়ালার দল। সিটির প্রথম দুটি গোল করেন হলান্ড। একটি করে রিয়াদ মাহরেজ ও হুলিয়ান আলভারেস। অন্যটি আত্মঘাতী।
ম্যাচের সপ্তম মিনিটে এগিয়ে যায় সিটি। ডান দিক থেকে জোয়াও কানসেলোর পাস ছয় গজ বক্সের মুখে ফাঁকায় পেয়ে বল জালে পাঠান হলান্ড। নরওয়ের এই ফরোয়ার্ড চ্যাম্পিয়ন্স লিগের প্রথম তিন ম্যাচেই জালের দেখা পেলেন। গত রোববার প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে হ্যাটট্রিক করেন।
৩২তম মিনিটে গ্রিলিশের জোরাল শটে বল ক্রসবারের ওপর দিয়ে পাঠান কোপেনহেগেন গোলরক্ষক। সেই কর্নারেই দ্বিতীয় গোল করেন হলান্ড। কানসেলোর জোরাল শট গোলরক্ষক ঠেকালেও বিপদমুক্ত করতে পারেননি। কাছ থেকে ফাঁকা জালে বল পাঠান হলান্ড।
এ নিয়ে সিটির জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ১২ ম্যাচে তার গোল হলো ১৯টি। সঙ্গে অ্যাসিস্ট ৩টি।
৩৯তম মিনিটে খোচোলাভার আত্মঘাতী গোলে সিটির স্কোরলাইন হয় ৩-০। বক্সের বাইরে থেকে সের্হিও গোমেজের শট কোপেনহেগেনের দুই খেলোয়াড়ের পায়ে লেগে বল জালে জড়ায়।
বিরতির পর হলান্ডকে আর নামাননি সিটি কোচ গার্দিওয়ালা। তার জায়গায় নামানো হয় কোল পালমারকে।
৫৫তম মিনিটে সফল স্পট-কিকে ব্যবধান আরও বাড়ান মাহরেজ। প্রতিপক্ষের বক্সে ডিফেন্ডার এমেরিক লাপোর্ত ফাউলের শিকার হলে পেনাল্টি পায় সিটি। স্পট কিকে গোল করতে ভুল করেননি মাহরেজ।
৭৬তম মিনিটে স্কোরশিটে নাম লেখান আলভারেস। মাহরেজের পাসে কাছ থেকে গোলটি করেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।
এ নিয়ে ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের শীর্ষে আছে সিটি। বরুশিয়া ডর্টমুন্ড ৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে। কোপেনহেগেনের পয়েন্ট ১।
এএইচ