পেদ্রির গোলে শীর্ষে ফিরল বার্সা
প্রকাশিত : ১০:৫১, ১০ অক্টোবর ২০২২
রিয়াল মাদ্রিদকে ২৪ ঘণ্টাও শীর্ষে থাকতে দিল না বার্সেলোনা। ঘরের মাঠে সেল্টা ভিগোর বিপক্ষে পেদ্রির করা একমাত্র গোলে জয় বার্সেলোনার। আর এই জয়েই স্প্যানিশ লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরেছে কাতালান ক্লাবটি।
রোববার রাতে কাম্প ন্যুয়ে লিগ ম্যাচটি ১-০ গোলে জিতেছে বার্সেলোনা। ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন পেদ্রি। গোলশূন্য ড্র'তে মৌসুম শুরুর পর টানা সাত ম্যাচ জিতল জাভির দল।
ম্যাচের শুরুতেই লিড নিতে পারতো বার্সা। তবে ডি বক্সের ভেতর থেকে রাফিনহার নেওয়া শট রুখে দেন গোলরক্ষক আগুস্তিন মার্চেসিন। তিন মিনিট পর আসে আরেকটি বড় সুযোগ। এবার ফেররান তোরেসের প্রচেষ্টাও রুখে দেন ৩৪ বছর বয়সী আর্জেন্টাইন গোলরক্ষক।
তবে গোলের জন্য বেশি সময় অপেক্ষা করে হয়নি বার্সার। সপ্তদশ মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। বাঁ দিক থেকে গাভির পাস ডি-বক্সে ক্লিয়ার করতে পারেননি সেল্তার ডিফেন্ডার উনাই নুনেস। গোলরক্ষক আগেই সরে যান অন্য প্রান্তে। ছুটে গিয়ে কাছ থেকে ফাঁকা জালে বল পাঠান পেদ্রি।
পিছিয়ে পড়ার পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে সেল্টা। সুযোগও আসে দ্রুতই তবে ৩৩তম মিনিটে লারসেনের হেড লক্ষ্যে রাখতে না পারায় সে চেষ্টা ব্যর্থ হয়।
দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে সুবর্ণ সুযোগ নষ্ট করেন দলটির অস্কার রদ্রিগেস। ইয়াগো আসপাসের পাস ডি-বক্সে ফাঁকায় পেয়ে বাইরে মারেন তিনি।
৬৩তম মিনিটে একসঙ্গে তিনটি পরিবর্তন আনেন বার্সেলোনা কোচ। তরেস, পেদ্রি ও রাফিনিয়াকে তুলে মাঠে নামান আনসু ফাতি, ফ্রেংকি ডি ইয়ং ও উসমান দেম্বেলেকে। চোট কাটিয়ে ফেরেন ডাচ মিডফিল্ডার ডি ইয়ং।
৬৮তম মিনিটে লারসেন হেড করে বল জালে পাঠিয়ে সেল্টাকে সমতায় ফেরালেও অফসাইডের কারণে বাতিল হয় গোলটি।
শেষ দিকে সফরকারীদের গোল না পাওয়াটাই যেন অবিশ্বাস্য। আসপাসের একটি শট ঠেকান মার্ক-আন্ড্রে টের স্টেগেন। তাদের আরেকটি প্রচেষ্টা বাধা পায় পোস্টে, যদিও অফসাইডের পতাকা তোলেন লাইন্সম্যান।
শেষ পর্যন্ত স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
এই জয়ে লিগে ৮ ম্যাচে ৭ জয় ও এক ড্রতে রিয়ালের সমান ২২ পয়েন্ট নিয়েও শীর্ষে বার্সেলোনা। তবে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দুইয়ে অবস্থান করছে রিয়াল।
আগামী রোববার সান্তিয়াগো বের্নাবেউয়ে ক্লাসিকোয় মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী দল দুটি।
এএইচ