ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

নীল ছোবলে ৯৯-তেই কাটা পড়ল প্রোটিয়ারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৩, ১১ অক্টোবর ২০২২

আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগের অংশ হিসেবে ভারতের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে দক্ষিণ আফ্রিকা। দুর্দান্ত খেলে সিরিজটি ১-১ সমতায় আনতে পারলেও শিরোপা নির্ধারণী ম্যাচেই নীল ছোবলে ভেঙে পড়েছে দলটির ব্যাটিং অর্ডার।

দিল্লিতে অনুষ্ঠিত এই ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে মাত্র ৯৯ রানে থামিয়ে দিয়েছে ভারত। যা ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সর্বনিম্ন স্কোর!

এর আগে স্বাগতিকদের বিপক্ষে দলটির সর্বনিম্ন স্কোর ছিল ১১৭। সেই ১৯৯৯ সালে ওই রানে অলআউট হয়েছিল প্রোটিয়ারা। ২৩ বছর পর রেকর্ডটি নতুন করে লেখালো টেম্বা বাভুমার দল।

দিল্লিতে এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে মাত্র ২৭ ওভার ১ বল খেলতে পারে প্রোটিয়ারা। শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে অতিথিরা। 

এদিন দক্ষিণ আফ্রিকার পক্ষে মাত্র ৩ জন ব্যাটার ডাবল ফিগারে পৌঁছতে পারেন। এরমধ্যে সর্বোচ্চ ৩৪ রান আসে হেনরিখ ক্লাসেনের ব্যাট থেকে। এছাড়া ওপেনার জানেমান মালান ১৫ এবং মার্কো জানসেন করেন ১৪ রান।

আগের দুই ম্যাচের তুলনায় এদিন দুর্দান্ত বোলিং করেন ভারতীয় বোলাররা। এরমধ্যে কুলদীপ যাদব ৪ ওভার ১ বল করেই ৪ উইকেট তুলে নেন। খরচ করেন মাত্র ১৮ রান। 

অপর দুই স্পিনার ওয়াশিংটন সুন্দর ও শাহবাজ আহমেদও ২টি করে উইকেট শিকার করেন। এছাড়াও ঝুলিতে ২টি উইকেট পুরে নেন পেসার মোহাম্মদ সিরাজ।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি