পরাজয় সঙ্গী করে অস্ট্রেলিয়া যাচ্ছে প্রোটিয়ারা
প্রকাশিত : ২০:৩০, ১১ অক্টোবর ২০২২
কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। অথচ ভারতের মাটিতে কিনা ওয়ানডে সিরিজ খেলল দক্ষিণ আফ্রিকা। তাও দ্বিতীয় সারির দলের বিপক্ষে। প্রথম ম্যাচটা দাপোটের সঙ্গে জিতে দ্বিতীয় ম্যাচে কমবেশি লড়াই করেছিল। তবে মঙ্গলবার তৃতীয় ম্যাচে রীতিমত আত্মসমর্পণ করল প্রোটিয়ারা।
এদিন স্বাগতিকদের কাছে ৭ উইকেটে হেরেছে দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটা শেখর ধাওয়ানের দল জিতে নিয়েছে ২-১ ব্যবধানেই। এর আগে অবশ্য টি-টোয়েন্টি সিরিজেও একই ব্যবধানে হারে মিলারের দল।
দিল্লিতে এদিন আগে ব্যাট করে মাত্র ৯৯ রানে অলআউট হয়েছে মিলার বাহিনী। যা ভারতের বিপক্ষে তাদের সর্বনিম্ন ইনিংস। এর আগে স্বাগতিকদের বিপক্ষে দলটির সর্বনিম্ন স্কোর ছিল ১১৭। সেই ১৯৯৯ সালে ওই রানে অলআউট হয়েছিল প্রোটিয়ারা। ২৩ বছর পর রেকর্ডটি নতুন করে লেখালো টেম্বা বাভুমার দল।
এদিকে, আজকের ম্যাচটিসহ শেষ দুই ম্যাচেই ছিলেন না নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা। যে কারণে প্রথম ম্যাচে তার নেতৃত্বে খেললেও পরের দুই ম্যাচে দুইজন আলাদা অধিনায়কের নেতৃত্বে খেলে প্রোটিয়ারা।
দ্বিতীয় ম্যাচে অধিনায়কত্বে দেখা যায় কেশভ মহারাজকে। আর শেষ ম্যাচে নেতৃত্ব দেন টি-টোয়েন্টি অধিনায়ক ডেভিড মিলার। হারও দেখতে হয়েছে দুজনকেই।
এদিন প্রোটিয়াদের ইনিংসটা স্থায়ী হয় মাত্র ২৭.১ ওভার। ম্যাচটা পরে অনায়সে জিতে নিয়েছে ভারত। ১৯.১ ওভারে ৩টি উইকেট খুইয়েই ১০৫ রান তুলে জয় নিশ্চিত করেছে স্বাগতিক দল।
দিল্লিতে টসে হেরে ব্যাট করা প্রোটিয়ারা ব্যাটিংয়ে সুবিধা করতে পারেনি। দলের মাত্র তিন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘর স্পর্শ করেছেন। মালান ১৫, ক্লাসেন ৩৪, জানসেন ১৪ রান করেন। ভারতের কুলদীপ যাদব ১৮ রানে ৪টি, শাহবাজ আহমেদ, সিরাজ ও ওয়াশিংটন সুন্দর ২টি করে উইকেট নেন।
পরে শুভমান গিলের ৪৮, শ্রেয়াস আইয়ারের অপরাজিত ২৮ রানে জয় পায় ভারত। ধাওয়ান ৮, ঈশান কিশান ১০, স্যামসন অপরাজিত ২ রান করেন। দক্ষিণ আফ্রিকার এনগিদি ও ফোরচুইন ১টি করে উইকেট নেন। কুলদীপ ম্যাচ সেরা ও মোহাম্মদ সিরাজ সিরিজ সেরার পুরস্কার পান।
আর এর মধ্যদিয়েই শেষ হলো ভারতের বিপক্ষে সিরিজ। দ্রুতই অস্ট্রেলিয়াগামী বিমানে চড়বে দক্ষিণ আফ্রিকা দল। টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভ পর্বে খেলবে প্রোটিয়ারা।
এনএস//