এমবাপের গোলের পরও পিএসজির ড্র
প্রকাশিত : ১০:০৮, ১২ অক্টোবর ২০২২
চোটের কারণে পিএসজির একাদশে ছিলেন না লিওনেল মেসি। আক্রমণভাগের সব দায়িত্ব পড়ে নেইমার জুনিয়র এবং কিলিয়ান এমবাপের কাঁধে। তবে পেনাল্টিতে গোল করা ছাড়া তেমন কিছুই করতে পারনেনি এমবাপে। অন্যদিকে নেইমারও ছিলেন এদিন বিবর্ণ। ফলে পয়েন্ট হারিয়েছে ফরাসি ক্লাবটি।
মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার সাথে ১-১ গোলে ড্র করেছে পিএসজি।
ঘরের মাঠে ম্যাচের শুরুতে আক্রমনাত্মক খেলে ফরাসি জায়ান্টরা। গোল পেতেও বেশি দেরি করতে হয়নি তাদের। পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে।
৩৮তম মিনিটে মার্কো ভেরাত্তির রক্ষণ চেরা পাস হুয়ান বেরনাত নিয়ন্ত্রণে নেওয়ার সময় বক্সে তাকে ফাউল করেন আন্তোনিও সিলভা। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে পিএসজিকে এগিয়ে যাওয়ার স্বস্তি এনে দেন ফরাসি তারকা।
বিরতির পর খেলার ধারা ধরে রাখতে পারেনি পিএসজি। সেই সুযোগে ৬২ মিনিটে ম্যাচে ফেরে বেনফিকা। ভেরাত্তি বক্সের ঠিক ভেতরেই রাফাকে ফাউল করলে ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি।
বাকি সময় আর কোনো গোল না হওয়ায় ড্র দিয়েই শেষ হয় খেলা।
ড্র করেও ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে পিএসজি। দুইয়ে থাকা বেনফিকার পয়েন্টও ৮। গোল ব্যবধানে এগিয়ে ফরাসি ক্লাবটি।
এএইচ