৬ মিনিটে তিন গোল দিয়ে সালাহর রেকর্ড
প্রকাশিত : ০৯:৫৭, ১৩ অক্টোবর ২০২২ | আপডেট: ০৯:৫৮, ১৩ অক্টোবর ২০২২
রেঞ্জার্সের বিপক্ষে প্রথমে গোল হজম করে পিছিয়ে পড়ে লিভারপুল। এরপর দারউইন নুনেস গোলে সমতায় ফেরার পর মোহামেদ সালাহকে নামালেন কোচ ইয়ুর্গেন ক্লপ। আর মাঠে নেমেই ক্ষেপে উঠলেন মিশরীয় স্ট্রাইকার। ছয় মিনিট ১২ সেকেন্ডের মধ্যে তিন গোল দিয়ে অভাবনীয় এক কীর্তি গড়লেন সালাহ।
চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে কম সময়ে হ্যাটট্রিক করার রেকর্ড সৃষ্টি করলেন মিশরীয় স্ট্রাইকার।
বুধবার রাতে ইউরোপ সেরা প্রতিযোগিতাটির গ্রুপ পর্বে রেঞ্জার্সের মাঠে লিভারপুলের ৭-১ ব্যবধানের জয়ে রেকর্ডটি গড়েন সালাহ।
ম্যাচের ৬৮তম মিনিটে ডারউইন নুনেজের বদলি হিসেবে নামেন সালাহ। ৭৫তম মিনিটে দারুণভাবে বল নিয়ন্ত্রণে নিয়ে কঠিন এক কোণ থেকে বল জালে পাঠিয়ে স্কোরশিটে নাম লেখান সালাহ। মিনিট পাঁচেক পর অর্থাৎ ম্যাচের ৮০তম মিনিটে ডিফেন্ডারদের মধ্যে আটকে পড়েও বাঁ পায়ের দারুণ শটে দ্বিতীয় গোল করেন সালাহ।
আর এক মিনিট পরে বাঁ পায়ের বাঁকানো শটে হ্যাটট্রিক পূরণ করেন এই মিশরীয়। এতেই চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে দ্রুততম হ্যাটট্রিক করে ফেলেন তিনি।
চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে আগের দ্রুততম হ্যাটট্রিকটি ফরাসি স্ট্রাইকার বাফেতিম্বি গোমেসের। ২০১১ সালে দিনামো জাগরেবের বিপক্ষে লিওঁর জার্সি গায়ে আট মিনিটে রেকর্ডটি গড়েছিলেন তিনি।
প্রতিযোগিতাটিতে ক্রিশ্চিয়ানো রোনালদো, রবের্ত লেভানদোভস্কি ও রাহিম স্টার্লিংয়ের ১১ মিনিটে হ্যাটট্রিক করার কীর্তি আছে। তবে সালাহর এই রেকর্ডের ধারেকাছেও সেগুলো নেই।
এই অবিশ্বাস্য রেকর্ডটি গড়ার পথে আরেকটি কীর্তিও গড়েছেন সালাহ।
লিভারপুলের হয়ে এ নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে তার গোল হলো ৩৮টি। প্রতিযোগিতাটিতে কোনো ইংলিশ ক্লাবের হয়ে যা সর্বোচ্চ। ছাড়িয়ে গেলেন চেলসির হয়ে দিদিয়ের দ্রগবা ও ম্যানচেস্টার সিটির হয়ে সের্হিও আগুয়েরোর রেকর্ডকে (ক্লাব দুটির হয়ে দুজনেরই গোল ৩৬টি করে)।
শুরুতেই গোল খাওয়ার ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানো লিভারপুল সালাহর নামার আগেই ৩-১ গোলে এগিয়ে যায়। আর তিনি নামার অল্প সময়ের মধ্যেই স্কোরলাইন হয়ে যায় ৬-১।
শেষ দিকে এসে হার্ভি এলিয়ট গোল করলে ৭-১ ব্যবধানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে অলরেডরা।
এএইচ