শেষ মুহূর্তে লেভানদোভস্কির গোলে হার এড়ালো বার্সা
প্রকাশিত : ১০:৪৪, ১৩ অক্টোবর ২০২২
কখনও বার্সেলোনা কখনও ইন্টার মিলান এভাবে এগিয়ে চললো হাইভোল্টেজ ম্যাচটি। তবে নির্ধারিত ৯০ মিনিটের ঠিক আগ মুহূর্তে গোল হজম করে পিছিয়ে পড়ে বার্সা। তাতে হারের শঙ্কা জেঁকে বসে স্বাগতিকদের শিবিরে। তবে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে লেভানদোভস্কির দ্বিতীয় গোলে হার এড়ালো জাভির দল।
বুধবার রাতে ক্যাম্প ন্যুয়ে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে ইন্টার মিলালের সাথে ৩-৩ গোলে ড্র করেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা।
ঘরের মাঠে ম্যাচের শুরুতে আক্রমনাত্মক খেললেও গোল পেতে ৪০ মিনিট অপেক্ষা করতে হয় বার্সেলোনাকে। ৪০তম মিনিটে ডান দিকের কর্নারের কাছ থেকে বাইলাইন ধরে পাস বাড়ান রাফিনিয়া। বক্সে বল ধরে গোলমুখে পাস দেন সের্হি রবের্তো, সেখানে ঠাণ্ডা মাথায় টোকায় গোলটা করেন দেম্বেলে।
তবে ম্যাচের রোমাঞ্চ জমে ছিল দ্বিতীয়ার্ধের জন্য। বিরতির পর ফিরেই ভিন্ন এক ইন্টারের চিত্র দেখতে পায় ক্যাম্প ন্যু। ৫০তম ও ৬৩তম মিনিটে নিকোলো বারেলা ও আর্জেন্টাইন ফরোয়ার্ড নাইতারো মার্টিনেজের গোলে লিড নেয় ইন্টার।
৫০তম মিনিটে আলেস্সান্দ্রো বাস্তোনি ক্রস বাড়ান বক্সে, কী বুঝে দুই হাত উপরে তুলে জেরার্ড পিকে যেন বোঝাতে চাইলেন কোনো বিপদ নেই। কিন্তু তিনি খেয়ালও করেননি পেছনে ঢুকে পড়েছেন বারেল্লা। আর বাঁ পায়ের জোরাল শটে গোল করে ইন্টারকে সমতায় ফেরান নিকোলো বারেল্লা।
৬৩তম মিনিটে ইন্টারকে এগিয়ে নেন মার্টিনেস। প্রথম লেগে দলের নায়ক কালহানোগলুর ক্রস ডি-বক্সে বুক দিয়ে নামিয়ে জোরাল শটে গোলরক্ষকে পরাস্ত করেন আর্জেন্টাইন স্ট্রাইকার। বল প্রথমে বাঁ পোস্টে লেগে ডান পোস্টের ভেতরের দিকে লেগে জালে জড়ায়।
৮২তম মিনিটে পোলিশ স্ট্রাইকার লেভানদভোস্কির গোলে সমতায় ফেরে বার্সা। ইন্টার গোলরক্ষককে পরাস্ত করে দারুণ এক গোলে বার্সাকে ২-২ গোলে সমতায় ফেরান পোলিশ এই স্ট্রাইকার।
৮৯তম মিনিটে আবারও এগিয়ে যায় ইতালিয়ান দলটি। লটারো মার্টিনেজের ডি বক্সের ভেতর থেকে দারুণ এক পাস দেন রবিন গোসেন্সের উদ্দেশ্যে। ডি বক্সে বল পেয়ে তা জালে জড়াতে ভুল করেননি গোসেন্স।
এতে হারের শঙ্কা জাগে বার্সা শিবিরে। তবে যোগ করা অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে লেভানডোফস্কির গোলে জীবন ফেরে ক্যাম্প ন্যুতে। এরিক গার্সিয়ার দারুণ এক ক্রসে ডি বক্সের ভেতর লাফিয়ে উঠে হেড করেন লেভানদোফস্কি। সেই হেডে বল জালে জড়ালে ৩-৩ গোলে সমতায় ফেরে বার্সা।
তাতেই পয়েন্ট হারানো থেকে বাঁচে জাভির দল। আর জয় হাতছাড়া হলো ইন্টার মিলানের।
দুই জয় ও এক ড্রয়ে ইন্টারের পয়েন্ট ৭। আর একটি করে জয় ও ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট ৪।
এএইচ