ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

বিশ্বকাপের জন্য ‘সেরা দল’ পেয়ে গেছেন সাকিব!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৫, ১৩ অক্টোবর ২০২২

এদিন ব্যক্তিগত ফিফটি পূরণের সঙ্গে ৮৪ বলে ১৩৭ রানের জুটি গড়েন সাকিব-লিটন

এদিন ব্যক্তিগত ফিফটি পূরণের সঙ্গে ৮৪ বলে ১৩৭ রানের জুটি গড়েন সাকিব-লিটন

বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজটি খেলে ফেলল বাংলাদেশ। অবশ্য চারটি ম্যাচেই হার দেখেছে লাল-সবুজ জার্সিধারীরা। কারণ হিসেবে, সিরিজের শুরু থেকেই ব্যাটিংয়ে ধুঁকেছে বাংলাদেশ দল। স্কোরবোর্ডে লড়াই করার মতো পুঁজিই তুলতে পারেননি ব্যাটাররা। 

বৃহস্পতিবার সেই আক্ষেপ ঘুচিয়ে দিয়েছিলেন ব্যাটসম্যানরা। তারপরও শেষ ওভারে মাত্র ৩ রান আসায় ব্যাটিংয়ে পূর্ণতা পায়নি। তবে প্রতিটি ম্যাচেই কিছু না কিছু উন্নতি দেখেছেন অধিনায়ক সাকিব আল হাসান। শুধু তা-ই নয়, বিশ্বকাপ দলের ব্যাপারে নিশ্চিত হয়ে গেছে বলে পুরস্কার বিতরণী মঞ্চে জানিয়েও দিয়েছেন বাঁহাতি এই অলরাউন্ডার।

এদিন পাকিস্তানের কাছে ৭ উইকেটে হেরেছে টাইগাররা। তবে ম্যাচ শেষে অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, আজ নিজেদের সেরা ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। যদিও তারপরও জয়ের দেখা মেলেনি। মূলত বাজে বোলিং, ক্যাচ মিসের কারণে হার দিয়ে ত্রিদেশীয় সিরিজ শেষ করেছে সাকিব বাহিনী।

ম্যাচের পর পুরস্কার বিতরণীতে টাইগার অধিনায়ক বলেন, ‘সিরিজটা খুব কঠিন ছিল। আজও কঠিন সময় গেছে। তবে আমি মনে করি, আজ আমরা সেরা ক্রিকেট খেলেছি। শেষ ওভারে ব্যাটিংয়ে আমরা আরও কিছু রান করতে পারতাম। ওখানে ১০-১৫ রান হওয়া উচিত ছিল। কিন্তু ক্রিকেটে এমন ঘটনা ঘটে। ইনিংসের মাঝে আমাদের ঘাটতি ছিল। তবে আজ আমরা ভালো করেছি।’

আজকের ১৭৩ রানের স্কোরটা জয়ের জন্য যথেষ্ট, ডিফেন্ড করার মতো। দলের ব্যাটিং ফর্মের বিবেচনায়ও এটা অনেক রান। সেটাও মনে করিয়ে দিলেন সাকিব, ‘আসলে আপনি যদি ইনিংস শুরুর আগে আমাকে ১৭০ রান দিতেন, আমি তা চেয়ে নিতাম।’

আগের দিন কিউয়িদের বিপক্ষে ৪৪ বলে ৭০ রান করার পর এদিনও ৭ চার ও ৩ ছক্কায় ৪২ বলে ৬৮ রানের দারুণ এক ইনিংস খেলেন সাকিব। ব্যাটিংয়ে ভালো করলেও বোলিংয়ে ভালো করতে পারেননি। নিজের ব্যাটিং-বোলিং নিয়ে সাকিব বলেছেন, ‘দলের জন্য রান করা আমার কর্তব্য। তবে বোলিংটা আজ আপ টু মার্ক হয়নি। এখানে আমার উন্নতির জায়গা আছে।’

এদিন ৩ ওভারে ২৮ রান দিয়ে উইকেট পাননি তিনি। অবশ্য ক্যারিবিয় লিগে উইকেট পেলেও এই সিরিজের তিন ম্যাচেই উইকেটহীন থাকতে হয় বিশ্বের অন্যতম সেরা এই অলরাউণ্ডারকে।  

এদিকে, ত্রিদেশীয় সিরিজের প্রতি ম্যাচেই একাদশে কমবেশি পরিবর্তন এনেছেন টিম ম্যানেজমেন্ট। তবে অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বকাপে ঠিক কাদের নিয়ে লড়বেন তিনি- সেটা ঠিক করতে পেরেছেন বলে দাবি সাকিবের। 

বিশ্বকাপের ছকটা ত্রিদেশীয় সিরিজ দিয়ে চূড়ান্ত হয়ে গেছে উল্লেখ করে সাকিব বলেন, ‘বিশ্বকাপের জন্য আমাদের পরিকল্পনা পরিস্কার।’ 

অধিনায়ক বলেন, ‘এখন আমাদের ওপরই নির্ভর করছে আমরা বিশ্বকাপে কেমন করি। এই প্রতিযোগিতায় আমরা ব্যাপক উন্নতি করেছি, যা আমাদের জন্য ইতিবাচক। আমরা বিশ্বকাপে কোন দল নিয়ে খেলবো, তা নিশ্চিত হয়ে গেছে। এটা আমাদের জন্য ভালো হয়েছে।’

এদিকে, বাছাই পর্ব থেকে পেরিয়ে আসা সেরা দলের বিপক্ষে ম্যাচ দিয়ে ২৪ অক্টোবর শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। 

তার আগে অবশ্য দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ দল। ১৭ অক্টোবর ব্রিসবেনে আফগানিস্তানের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচের একদিন পর, ১৯ অক্টোবর, একই ভেন্যুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি খেলবে সাকিব বাহিনী।

সেখানেই হয়তো জানা যাবে, বিশ্বমঞ্চে বাংলাদেশ দলের একাদশটা আসলে কেমন হবে।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি