এক নজরে বিশ্বকাপে ১৬ দলের চূড়ান্ত স্কোয়াড
প্রকাশিত : ১৮:২৬, ১৫ অক্টোবর ২০২২
এক সেলফিতে ১৬ অধিনায়ক
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর মাঠে গড়াচ্ছে রোববার (১৬ অক্টোবর) থেকেই। এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে দুই পর্বে। যার প্রথম পর্বে দুই গ্রুপে বিভক্ত হয়ে লড়াই করবে ৮টি দল। তাদের মধ্যে দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ ৪টি দল খেলবে সুপার টুয়েলভে। যেখানে শুরু থেকেই নিজেদের কোয়ালিফাই করে রেখেছে প্রথম সারির ৮টি দল।
এরই মধ্যে দলগুলো প্রকাশ করেছে তাদের চূড়ান্ত স্কোয়াড। একুশে টেলিভিশন অনলাইনের পাঠকদের জন্য এখানে তুলে ধরা হলো দলগুলো স্কোয়াড।
তো চলুন, এক নজরে দেখে নেয়া যাক অস্ট্রেলিয়া বিশ্বকাপের ১৬ দলের চূড়ান্ত স্কোয়াড:
অস্ট্রেলিয়া:
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, অ্যাশটন অ্যাগার, প্যাট কামিন্স, টিম ডেভিড, জশ হ্যাজলউড, জশ ইংলিশ, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, কেন রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টোইনিস, ম্যাথু ওয়েড ও অ্যাডাম জাম্পা।
ভারত:
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুদা, ঋষভ পন্ট, দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবিচন্দন অশ্বিন, যুবেন্দ্র চাহাল, অক্সার প্যাটেল, ভুবনেশ্বর কুমার, হার্শাল প্যাটেল, আর্শদীপ সিং ও মোহাম্মদ শামি।
পাকিস্তান:
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, শাদাব খান, আসিফ আলী, হায়দার আলী, হারিস রউফ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি ও শান মাসুদ।
ইংল্যান্ড:
জস বাটলার (অধিনায়ক), মঈন আলি, হ্যারি ব্রুকস, স্যাম কারেন, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, ফিল সল্ট, বেন স্টোকস, রিস টপলি, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড ও অ্যালেক্স হেলস।
নিউজিল্যান্ড:
কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভন কনওয়ে, ফিন অ্যালেন, গ্লেন ফিলিপস, জিমি নিশাম, ড্যারিল মিচেল, অ্যাডাম মিলনে, মার্টিন গাপটিল, লাচলান ফার্গুসন, টিম সাউদি, ইশ সোধি, মিচেল স্যান্টনার, মার্ক চ্যাপম্যান, মাইকেল ব্রেসওয়েল ও ট্রেন্ট বোল্ট।
দক্ষিণ আফ্রিকা:
টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, এইডেন মার্করাম, ডেভিড মিলার, হেনরিখ ক্ল্যাসেন, রিজা হেন্ড্রিক্স, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, অ্যানরিক নরকিয়া, ওয়েন পার্নেল, কাগিসো রাবাদা, রাইলি রুশো, তাবারাইজ শামসি, ত্রিস্তান স্টাবস ও মার্কো জানসেন।
বাংলাদেশ:
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, নুরুল হাসান, আফিফ হোসাইন, ইয়াসির আলী চৌধুরী, এবাদত হোসাইন, হাসান মাহমুদ, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, নাজমুল হোসাইন শান্ত, শরিফুল ইসলাম, মোসাদ্দেক হোসাইন, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ।
আফগানিস্তান:
মোহাম্মদ নবী (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, রহমানুল্লাহ গুরবাজ, আজমাতুল্লাহ ওমরজাই, দরবেশ রাসুলি, ফরিদ আহমেদ মালিক, ফজল হক ফারুকী, হজরতুল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, মুজিব উর রহমান, নাভিন উল হক, কায়েস আহমেদ, রশিদ খান, সেলিম সাফি ও উসমান গনি।
শ্রীলঙ্কা:
দাসুন শানাকা (অধিনায়ক), দানুশকা গুনাথিলাকা, পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, চরিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসে, ধনাঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসরাঙ্গা, মাহিশ থিকশানা, জেফরি ভান্ডারসে, চামিকা করুণারত্নে, দুশমন্থা চামিরা, লাহিরু কুমারা, দিলশান মাদুশঙ্কা, প্রমোদ মদুশান।
জিম্বাবুয়ে:
ক্রেইগ এরভিন (অধিনায়ক), রায়ান বার্ল, রেগিস চাকাভা, সিকান্দার রাজা, শেন উইলিয়ামস, লুক জংওয়ে, ক্লাইভ মাদান্ডে, ওয়েসলি মাধভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুনিওঙ্গা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, টেন্ডাই চাতারা, ব্র্যাডলি ইভান্স ও মিল্টন সুম্বা।
ওয়েস্ট ইন্ডিজ:
নিকোলাস পুরান (অধিনায়ক), রোভম্যান পাওয়েল, ইয়ানিক ক্যারিয়া, জনসন চার্লস, শেলডন কটরেল, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, কাইল মায়ার্স, ওবেদ ম্যাকয়, রেমন রেইফার, ওডেন স্মিথ ও শামারাহ ব্রুকস।
নামিবিয়া:
গেরহার্ড ইরাসমাস (অধিনায়ক), জেজে স্মিট, ডিভান লা কক, স্টিফেন বার্ড, নিকোল লোফটি ইটন, জ্যান ফ্রাইলঙ্ক, ডেভিড উইসে, রুবেন ট্রাম্পেলম্যান, জেন গ্রিন, বার্নার্ড শোল্টজ, টানজেনি লুঙ্গামেনি, মাইকেল ভ্যান লিংজেন, বেন শিকঙ্গো, কার্ল বার্কেনস্টক, লোহান লউরেন্স ও হেলাও ইয়া ফ্রান্স।
নেদারল্যান্ডস:
স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), কলিন অ্যাকারম্যান, শরিজ আহমেদ, লোগান ভ্যান বিক, টম কুপার, ব্র্যান্ডন গ্লোভার, টিম ভ্যান ডার গুগটেন, ফ্রেড ক্লাসেন, বাস ডি লিড, পল ভ্যান মিকেরেন, রোলেফ ভ্যান ডার মারউই, স্টেফান মাইবার্গ, তেজা নিদামানুরু, ম্যাক্স ও’ডউড, টিম প্রিঙ্গল ও বিক্রম সিং।
সংযুক্ত আরব আমিরাত:
সিপি রিজওয়ান (অধিনায়ক), বৃত্তি অরবিন্দ, চিরাগ সুরি, মুহাম্মদ ওয়াসিম, বাসিল হামিদ, আরিয়ান লাকরা, জাওয়ার ফরিদ, কাশিফ দাউদ, কার্তিক মেইয়াপ্পান, আহমেদ রাজা, জহুর খান, জুনায়েদ সিদ্দিক, সাবির আলী, আলিশান শরাফু, আয়ান খান।
আয়ারল্যান্ড:
অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), মার্ক অ্যাডাইর, কার্টিস ক্যাম্পার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, স্টিফেন ডোহেনি, ফিওন হ্যান্ড, জশ লিটল, ব্যারি ম্যাকার্থি, কনর ওলফার্ট, সিমি সিং, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার ও গ্রাহাম হিউম।
স্কটল্যান্ড:
রিচার্ড বেরিংটন (অধিনায়ক), জর্জ মুন্সি, মিচেল লিস্ক, ব্র্যাডলি হুইল, ক্রিস সোল, ক্রিস গ্রিভস, সাফইয়ান শরিফ, জশ ডেভি, ম্যাথিউ ক্রস, ক্যালাম ম্যাকলিওড, হামজা তাহির, মার্ক ওয়াট, ব্র্যান্ডন ম্যাকমুলেন, মাইকেল জোন্স ও ক্রেইগ ওয়ালেস।
এনএস//