ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

হার্দিক-কোহলির জুটিতে লড়ছে ভারত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৪, ২৩ অক্টোবর ২০২২ | আপডেট: ১৭:৩৩, ২৩ অক্টোবর ২০২২

বিরাট কোহলি

বিরাট কোহলি

১২তম ওভারে মোহাম্মদ নওয়াজের বলে ২টি ছক্কা মারেন হার্দিক পান্ডিয়া, ১টি মারেন বিরাট কোহলি। মোট ২০ রান ওঠে ওই ওভারে। এই দুজনের জুটিতেই বিপর্যয় সামলে লড়ে যাচ্ছে ৩১ রানে ৪ উইকেট হারানো ভারত। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৮ ওভার শেষে দলটির স্কোর ৪ উইকেটে ১২৩ রান। হার্দিক ৩২ বলে ৩৭ রানে এবং কোহলি ৪৬ বলে ৫৭ রান নিয়ে ব্যাট করছেন।

এর আগে মেলবোর্নে অনুষ্ঠিত হাইভোল্টেজ এই ম্যাচে আগে ব্যাট করে ইফতেখার ও শান মাসুদের ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৯ রান সংগ্রহ করে পাকিস্তান। অর্থাৎ জয়ের জন্য ভারতের দরকার ১৬০ রান।

সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৩১ রানেই ৪ উইকেট খুইয়ে বসে ভারত। পাকিস্তানি বোলার-ফিল্ডারদের সামনে একে একে সাজঘরে ফেরেন লোকেশ রাহুল (৪), রোহিত শর্মা (৪), সূর্যকুমার যাদব ১৫ ও অক্সার প্যাটেল (২)।

এরপরই ক্রিজে এসে কোহলির সঙ্গে জুটি বাঁধেন হার্দিক পান্ডিয়া। 

এর আগে পাকিস্তানের হয়ে ফিফটি হাঁকান ইফতেখার আহমেদ ও শান মাসুদ। প্রথম জন ৩৪ বলে ৫১ করে আউট হলেও দ্বিতীয়জন ৫টি বাউন্ডারির সাহয্যে ৪২ বলে নট-আউট থাকেন ৫২ রান করে।

ভারতের হয়ে ৩টি করে উইকেট নেন হার্দিক পান্ডিয়া ও আর্শদ্বিপ সিং।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি