উড়ন্ত সূচনার পরই বিপর্যয়ে বাংলাদেশ
প্রকাশিত : ১১:২১, ২৪ অক্টোবর ২০২২ | আপডেট: ১১:৪৯, ২৪ অক্টোবর ২০২২
আউট হয়ে ফিরছেন ইয়াসির আলী
ত্রিশ ম্যাচ পর ওপেনিংয়ে উড়ন্ত সূচনাই এনে দিয়েছিলেন সৌম্য সরকার ও নাজমুল হোসাইন শান্ত। চলতি বিশ্বকাপে সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে পাওয়ার প্লের পাঁচ ওভারে বিনা উইকেটে ৪৩ রান তোলেন দুজনে। সমর্থকদের মনে আশা জেগেছিল, আজ বুঝি বড় সংগ্রহের দিকেই যাচ্ছে টাইগাররা। তবে এরপরই দ্রুত ৫ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভারে টাইগারদের সংগ্রহ ৫ উইকেটে ১০৪ রান। আফিফ হোসাইন ২৭ রানে এবং নুরুল হাসান সোহান ৮ রানে ক্রিজে আছেন।
এর আগে একে একে আউট হয়ে সাজঘরে ফেরেন সৌম্য ১৪, শান্ত ২৫, লিটন ৯, সাকিব ৭ ও ইয়াসির ৩ রান করে।
সোমবার (২৪ অক্টোবর) হোবার্টের বেলেরিভ ওভালে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা করেছিলেন সৌম্য সরকার। প্রথম চারটা এসেছে ব্যাটের বাইরের কোণায় লেগে। এরপর ওই ওভারেই ফ্রেড ক্লাসেনের বল স্কয়ার লেগ দিয়ে সীমানাছাড়া করেন তিনি। প্রথম ওভার থেকে ১২ রান পায় বাংলাদেশ।
পরের দুই ওভার অবশ্য বাউন্ডারির দেখা পায়নি বাংলাদেশ। পেল চতুর্থ ওভারে। এবার খোলস ছেড়ে বেরিয়ে আসতে থাকেন শান্ত। বাস ডি লিডকে পরপর দুই বলে চার মারেন তিনি। পরের ওভারে ফ্রেড ক্লাসেনকেও টানা দুই চার মারেন শান্ত। তাতে পাঁচ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৪৩। চলতি বছর ওপেনিংয়ে বাংলাদেশের সেরা সংগ্রহও চলে আসে তাতেই।
তবে পাওয়ার প্লের শেষ ওভারের প্রথম বলেই বিদায় নেন সৌম্য। ফন মিকারেনকে পুল করতে গিয়ে শর্ট মিড উইকেটে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। বাংলাদেশ পাওয়ারপ্লে শেষ করে ৪৭ রানে ১ উইকেট খুইয়ে।
পরের ওভারের প্রথম বলেই বিদায় নেন শান্তও। টিম প্রিঙ্গলকে মিড উইকেট দিয়ে সীমানাছাড়া করতে গিয়ে ব্যর্থ হন এই ওপেনার, ক্যাচ দেন মিড উইকেটে। ফলে ৪৭ রানে ২ ওপেনারকে খুইয়ে বসে বাংলাদেশ।
এরপর ক্রিজে এসে থিতু হতে পারেননি লিটন দাস, সাকিব আল হাসান ও ইয়াসির আলীরা। যাতে ১০ম ওভারেই ৭৬ রান তুলতেই অর্ধেক উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ দল।
এনএস/