ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

খেলা নয়, অস্ট্রেলিয়াতেও টাকা কামানোয় মনযোগী সাকিব!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৭, ২৮ অক্টোবর ২০২২

সিডনিতে প্রবাসীদের অনুষ্ঠানে তাসকিন ও সাকিব

সিডনিতে প্রবাসীদের অনুষ্ঠানে তাসকিন ও সাকিব

ক্রিকেটে নতুন সূচনার গান শুনিয়ে বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ায় গেছে বাংলাদেশ দল। তবে এখন পর্যন্ত বাইশ গজে তেমন নজরকাড়া নৈপুণ্য উপহার দিতে না পারলেও মাঠের বাইরে ঠিকই একের পর এক বিতর্কের জন্ম দিচ্ছেন দলের অধিনায়ক সাকিব আল হাসান।

জানা গেছে, বিশ্বকাপ চলাকালেই মোটা অঙ্কের অর্থের বিনিময়ে প্রবাসী বাংলাদেশিদের এক অনুষ্ঠানে যোগ দিয়েছেন টাইগার দলপতি! যা নিয়ে ক্ষুব্ধ খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডও।

‘বিতর্ক’ শব্দটা অবশ্য সাকিব আল হাসানের ক্যারিয়ারে নতুন কিছু নয়। ২০০৬ সালে অভিষেক হওয়ার পর থেকেই নানা কারণে আলোচনা-সমালোচনার কেন্দ্রে টাইগার বিশ্বসেরা অলরাউন্ডার। কিছুদিন আগেই বেটউইনারের সঙ্গে চুক্তি করে বিতর্তিক হন সাকিব। এরপর ব্যবসায়িক পার্টানার আলিশা মার্ট বিতর্কেও নাম জড়ায় সাকিবের। 

আর এবার অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ মিশনে গিয়ে জড়ালেন নতুন বিতর্কে!

অভিযোগ উঠেছে, বোর্ড কিংবা টিম ম্যানেজমেন্টের অনুমতি না নিয়েই সিডনিতে প্রবাসী বাংলাদেশিদের দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন সাকিব। সঙ্গে নিয়ে গেছেন তারকা পেসার তাসকিন আহমেদকেও। 

শোনা যাচ্ছে, এ অনুষ্ঠানে গিয়ে আয়োজকদের কাছ থেকে সম্মানী বাবদ ১৫ হাজার ডলার নিয়েছেন সাকিব। 

বিষয়টি নিয়ে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস সংবাদমাধ্যমকে বলেন, আমরা অনুষ্ঠানটি বাতিল করেছিলাম। সাকিবকে যেতে নিষেধ করা হলেও তিনি শোনেননি।

এর আগে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলতে ব্রিসবেনে থাকাকালীন পুরো বাংলাদেশ দলকে নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছিল স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের একটি সংগঠন। আয়োজকদের দিক থেকে অভিযোগ আসে, অনুষ্ঠানে প্রবাসীদের সঙ্গে ছবি তোলা ও ব্যাটে অটোগ্রাফ দিতে রাজি হননি বাংলাদেশ অধিনায়ক। 

যদিও গুঞ্জন রয়েছে যে, ওই অনুষ্ঠানে সম্মানী না পাওয়াতেই এমন আচরণ দেখিয়েছেন সাকিব।

সে সময় প্রবাসী বাংলাদেশি ফারুক রেজা জানান, ‘টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের পরামর্শে বিসিবি ও বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে সংবর্ধনার আয়োজন করেন তারা। সাংবাদিকদের না রাখার শর্তে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন ক্রিকেটাররা। স্বাভাবিকভাবেই অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন সাকিব। তবে সাকিবের সঙ্গে ছবি তোলার আবদার জানান বেশিরভাগ অভ্যাগত; কিন্তু তাতে রাজি হননি সাকিব।’

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক প্রবাসী বাংলাদেশি বলেন, ‘আমরা দেখেছি বড় খেলোয়াড়রা বিনয়ী হন। বিশ্বকাপ সুপার টুয়েলভের প্রস্তুতি ম্যাচ খেলতে আসা প্রায় সব দলের খেলোয়াড়দের সঙ্গেই ছবি তুলেছি আমরা। কেউ আপত্তি করেননি। সেখানে সাকিব তো আমাদের দেশেরই খেলোয়াড়। তার কাছ থেকে তো একটু আন্তরিকতা আশা করতেই পারি। ১৪ জন ক্রিকেটার ব্যাটে অটোগ্রাফ দিলেও সাকিব দেননি।’

এদিকে, চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হল্যান্ডকে কোনওরকমে হারালেও দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে কোনওরকম পাত্তাই পায়নি বাংলাদেশ দল। আগের ম্যাচটায় বোলিং-ফিল্ডিং ভালো হলেও এ ম্যাচে সব বিভাগেই প্রোটিয়াদের কাছে রীতিমত উড়ে গেছে টাইগাররা।

এ অবস্থাতেই এলো দলনায়ক সাকিবের এমন বিতর্কের খবর। আগামী রোববার পাকিস্তানকে হারিয়ে দারুণ ফুরফুরে মেজাজে থাকা জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯টায়।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি