টস জিতে ব্যাটিং নিলেন সাকিব
প্রকাশিত : ০৮:৩৭, ৩০ অক্টোবর ২০২২
নেদারল্যান্ডসকে হারিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করলেও সুপার টুয়েলভের দ্বিতীয় ম্যাচেই দক্ষিণ আফ্রিকার কাছে আত্মসমর্পণ করে বাংলাদেশ দল।
অন্যদিকে প্রথম রাউন্ডের বাধা টপকে সুপার টুয়েলভে জায়গা করে নেয়া জিম্বাবুয়ে দক্ষিণ আফ্রিকার সঙ্গে বৃষ্টিতে ভেস্তে যাওয়া ম্যাচ থেকে ১ পয়েন্ট সংগ্রহ করে। তবে পরের ম্যাচেই শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে চমকে দিয়েছে তারা।
সঙ্গত কারণেই রাজাদেরর বিপক্ষে সম্মুখমরে বাড়তি সতর্ক থাকতে বাধ্য সাকিব আল হাসানরা।
চলতি বছরের জুলাইতেই বাংলাদেশের বিপক্ষে প্রথমবার কোনও টি-টোয়েন্টি সিরিজ জেতে জিম্বাবুয়ে। ঘরের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে ২-১ ব্যবধানে হারিয়ে দেয় তারা।
সেই ধারা বজায় রেখে জিম্বাবুয়ে তাদের গ্রুপের দুটি শক্ত প্রতিপক্ষের বিপক্ষেই পয়েন্ট সংগ্রহ করেছে। যদি বাংলাদেশ ও নেদারল্যান্ডসকে তারা হারাতে পারে এবং দক্ষিণ আফ্রিকা তাদের অন্তত একটি ম্যাচ বড় ব্যবধানে হেরে বসে, তাহলে নেট রান-রেটের অঙ্কে সেমিফাইনালে ওঠার বিস্তর সম্ভাবনা রয়েছে রাজা-আরভিনদের।
এদিকে, আজ সাকিবদের বিপক্ষে সুপার টুয়েলভের ম্যাচে নামার আগে ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশ সেখানে ২ ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে অবস্থান করছে চার নম্বরে।
তাই তো সামনে এগিয়ে যাওয়ার সুযোগ থাকছে দুই দলেরই। সেই লক্ষ্যে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
বাংলাদেশ একাদশ:
নাজমুল হোসাইন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসাইন, মোসাদ্দেক হোসাইন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), ইয়াসির আলী, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।
জিম্বাবুয়ে একাদশ:
ক্রেইগ আরভিন (অধিনায়ক), ওয়েসলি মাধেভেরে, মিল্টন শুম্বা, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, রেজিস চাকাভা (উইকেটরক্ষক), রায়ান বার্ল, ব্রাড ইভান্স, রিচার্ড এনগারাভা, টেন্ডাই চাতারা ও ব্লেসিং মুজারাবানি।
এনএস//