দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা রিয়াল মাদ্রিদ
প্রকাশিত : ১০:৫৫, ৩ নভেম্বর ২০২২
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। সেল্টিককে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ সেরা হয়েই শেষ ষোলোয় পা রাখলো লস ব্লাঙ্কোসরা।
বুধবার রাতে গ্রুপ সেরা হওয়ার লক্ষ্যে সান্তিয়াগো বার্নব্যুতে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজায় রিয়াল মাদ্রিদ। ফল পেতেও বেশিক্ষণ অপেক্ষ করতে হয়নি তাদের। ৬ ও ২১ মিনিটে লুকা মদ্রিস আর রদ্রিগোর গোলে এগিয়ে যায় গ্যালক্টিকোরা।
দ্বিতীয়ার্ধেও খেলার ধারা ধরে রাখে রিয়াল। ৫১ মিনিটে মার্কোস আসেনসিও গোলে ৩-০তে এগিয়ে যায় স্বাগতিকরা। ৯ মিনির ব্যবধান ৪-০ করেন ব্রাজিলিয়ান সেনসেশন ভিনিসিয়াস জুনিয়র।
রিয়ালের শেষ গোলটি আসে ৭১ মিনিটে ফেদেরিকো ভালভেদরের পা থেকে।
তবে শেষ দিকে একটি গোল শোধ করে ব্যবধান কিছুটা কমায় সেল্টিক।
এ জয়ে ৬ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের সেরা হয়ে শেষ ষোলোর টিকিট পেল রিয়াল। একই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে আরবি লাইপজিগ ১২ পয়েন্ট নিয়ে রাউন্ড অব সিক্সটিনে পা রেখেছে।
একই গ্রুপ থেকে ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শাখতার দোনেৎস্ক ও ২ পয়েন্ট নিয়ে আসর থেকে বিদায় নিয়েছে সেল্টিক।
এএইচ