১৫ ওভারে ১২৮/৩
টসে হেরে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড
প্রকাশিত : ১১:০৯, ৪ নভেম্বর ২০২২ | আপডেট: ১১:৪২, ৪ নভেম্বর ২০২২
টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে মাস্ট উইন গেমে মাঠে নেমেছে নিউজিল্যান্ড। সুপার টুয়েলভ পর্বে গ্রুপ-১ এ নিজেদের শেষ ম্যাচে কিউইদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড।
অ্যাডিলেইড ওভালে টসে জিতে কিউইদের ব্যাটিংয়ে পাঠিয়েছে আইরিশরা। এই ম্যাচে বেশ বড় ব্যবধানে জিতলে সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত হয়ে যাবে কেন উইলিয়ামসনের দলের। ইতোমধ্যে এই গ্রুপে সর্বোচ্চ নেট রান রেটের কারণে তিন দলের সমান ৫ পয়েন্ট থাকলেও শীর্ষে কিউইরাই।
শেষ খবর পাওয়া পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২৮ রান।
নিউজিল্যান্ড একাদশ
ফিন অ্যালেন, ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, ড্যারিল মিচেল, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ইশ সোধি, ট্রেন্ট বোল্ট, লোকি ফার্গুসন।
আয়ারল্যান্ড একাদশ
পল স্টার্লিং, অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), লোরকান টাকার (উইকেটকিপার), হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্পফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ব্যারি ম্যাকার্থি, ফিওন হ্যান্ড ও জোশুয়া লিটল।
এসএ/