ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪

‘ডু অর ডাই’ ম্যাচে ইংল্যান্ডের লক্ষ্য ১৪২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৮, ৫ নভেম্বর ২০২২

আফগানিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার জয়ে ইতোমধ্যেই বিশ্বকাপ শেষ হয়ে গেছে শ্রীলঙ্কার। তবে ইংল্যান্ডের জন্য আজকের ম্যাচটা ‘ডু অর ডাই’। জিতলেই সেমি নিশ্চিত হবে, আর হেরে গেলে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া চলে যাবে সেমিফাইনালে।

এমনই সমীকরণ মাথায় নিয়ে সিডিনিতে শ্রীলঙ্কার মুখোমুখি হয়ে ১৪২ রানের লক্ষ্য পেয়েছে বাটলারের দল। টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪১ রান জড়ো করতে পারে শানাকা বাহিনী।

শনিবার (৫ নভেম্বর) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডের জন্য বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় দুপুর ২টায়।

আগে ব্যাট করতে নেমে চার ওভারে ৩৯ রান যোগ হতেই আউট হয়ে ফেরেন কুশল মেন্ডিস। ১৪ বলে একটি করে চার ও ছয়ে ১৮ রান করেন লঙ্কান এই উইকেটকিপার ব্যাটার। তবে মেন্ডিস আউট হতেই ইংলিশ বোলারদের তোপের মুখে দ্রুত আরও দুটি উইকেট হারায় শ্রীলঙ্কা। 

আগের ম্যাচের নায়ক ধনাঞ্জয়া ৯ রানে এবং আসালাঙ্কা ৮ রানে যথাক্রমে স্যআম কারান ও স্টোকসের শিকার হয়ে ফেরেন। তবে ওপেনার পাথুম নিসাঙ্কা এক প্রান্ত আগলে রেখে রানের চাকা সচল রাখায় তা তেমন প্রভাব ফেলেনি দলের স্কোরে।

তাইতো ৮৪ রানে ৩ উইকেট হারালেও রাজাপাকশেকে নিয়ে ছুটতে থাকেন নিসাঙ্কা। তুলে নেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৯ম অর্ধশতকও। তবে এই জুটি বেশিক্ষণ স্থায়ী না হওয়ায় বড় হয়নি লঙ্কানদের স্কোরও। নিসাঙ্কা ও রাজাপাকশে ফিরতেই যেন ভেঙে পড়ে শ্রীলঙ্কার মিডল ও টেল-এন্ডার। 

তাইতো ১৩ ওভারে একশ ছোঁয়া শ্রীলঙ্কাও মুখ থুবড়ে পড়ে জমা করতে পারে মাত্র ১৪১ রান। দলের পক্ষে সর্বোচ্চ ইনিংস খেলা পাথুম নিসাঙ্কা আউট হন ৪৫ বলে ৬৭ রানের ইনিংস খেলে, যেখানে ছিল পাচ-পাঁচটি ছক্কার সঙ্গে মাত্র দুটি চারের মার। আর দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান আসে ভানুকা রাজাপাকশের ব্যাট থেকে। ২২ বল খেলে ৩টি চার মারেন এই বাঁহাতি।

ইংলিশ বোলারদের মধ্যে স্পিড স্টার মার্ক উড ২৬ রানে ৩টি উইকেট নেন। এছাড়া স্টোকস, ওকস, কারেন ও রশিদ পান একটি করে উইকেট।

এদিকে, এই ম্যাচে চোখ থাকছে স্বাগতিক অস্ট্রেলিয়ারও। কারণ, আজ শ্রীলঙ্কা যদি ইংলিশদের হারায়, তাহলে অজিরাই যাবে শেষ চারে। আর ইংল্যান্ড জিতলে তারাই যাবে সেমিতে।

ইংল্যান্ড একাদশ: 
জস বাটলার (উইকেটরক্ষক/অধিনায়ক), অ্যালেক্স হেলস, মঈন আলী, লিয়াম লিভিংস্টোন, হ্যারি ব্রুকস, বেন স্টোকস, স্যাম কারেন, ডেভিড মালান, ক্রিস ওকস, আদিল রশিদ ও মার্ক উড।

শ্রীলঙ্কা একাদশ: 
পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), ধনাঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকশে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, মাহিশ থিকশানা, লাহিরু কুমারা ও কাসুন রাজিথা।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি