ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

টি-টোয়েন্টি বিশ্বকাপ

শিরোপা ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হবে!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৪, ১২ নভেম্বর ২০২২

ট্রফির সঙ্গে দুই দলের খেলোয়াড়বৃন্দ

ট্রফির সঙ্গে দুই দলের খেলোয়াড়বৃন্দ

Ekushey Television Ltd.

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা নামছে রোববার। বৃষ্টির শঙ্কা মাথায় নিয়েই ট্রফির লড়াইয়ে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে পাকিস্তান। দুই দলের সামনেই দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের হাতছানি। ছন্দ ধরে রেখে ট্রফি নিজেদের করে নিতে চাইছে উড়তে থাকা পাকিস্তান। আর ভারতের বিপক্ষে ম্যাচের সুখস্মৃতি ফাইনালে ফিরিয়ে আনতে চাইছেন বাটলার-হেলসরা।

রোববার মেলবোর্নের এমসিজিতে রোমাঞ্চকর ফাইনাল ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

হট ফেবারিট হিসেবে খেলতে আসলেও, অনেক চড়াই উৎড়াই পার করেই ফাইনালে পৌঁছে পাকিস্তান। প্রথম দুই ম্যাচে বাজেভাবে হেরে আসর শুরু করলেও, পরে ঠিকই স্বরূপে ফেরে বারর আজমরা।

রোববার ট্রফির লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। মাঠে নামার আগে ঘুরেফিরেই আসছে ১৯৯২ বিশ্বকাপের স্মৃতি। উড়ন্ত ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা উঁচিয়ে ধরেছিলো ইমরান খানের পাকিস্তান। 

এদিকে ইংলিশরাও রয়েছেন দুর্দান্ত ফর্মে। শেষ ম্যাচে ভারতকে দশ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে এসেছে তারা। ধারা বজায় রেখে সংক্ষিপ্ত ফরম্যাটে দ্বিতীয়বারের মতো শিরোপার স্বাদ নিতে চায় জস বাটলারের দল।

পাকিস্তানের সঙ্গে মুখোমুখি পরিসংখ্যানেও বেশ এগিয়ে ইংলিশরাই। ২৮ বারের দেখায় ১৮ জয়ের বিপরীতে হার ৯ ম্যাচে।

এদিকে, রোমাঞ্চকর ফাইনালের আগে চোখ রাঙাচ্ছে বেরসিক বৃষ্টি। রিজার্ভ-ডে সহ মেলর্বোনে ম্যাচের দুটি দিনই বৃষ্টিতে ভেসে গেলে শিরোপা ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হবে দুই দলকে।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি