ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

এক ওভারে সাত ছক্কা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৬, ২৮ নভেম্বর ২০২২

ঋতুরাজ গায়কোয়াড

ঋতুরাজ গায়কোয়াড

Ekushey Television Ltd.

এক ওভারে ছয়টি ছক্কা মারার ঘটনা অনেকবার দেখেছে ক্রিকেট বিশ্ব। কিন্তু এক ওভারে সাত ছক্কার সঙ্গে পরিচিত নয় কেউই। এবার সেটাই করে দেখালেন ভারতের ক্রিকেটার ঋতুরাজ গায়কোয়াড।

সোমবার (২৮ নভেম্বর) ভারতের অন্যতম জনপ্রিয় ঘরোয়া টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফির কোয়ার্টার ফাইনালে উত্তর প্রদেশের বিপক্ষে মহারাষ্ট্রের হয়ে মাঠে নামেন রুতুরাজ। 

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নিজেদের ইনিংসের ৪৯তম ওভারে সাতটি ছক্কা মারেন এই ডানহাতি ব্যাটার।

ঋতুরাজকে সাজঘরে ফেরানোর লক্ষ্যে শিবা সিংয়ের হাতে বল তুলে দেন উত্তর প্রদেশের অধিনায়ক। প্রতিদান তো দিতেই পারেননি, উল্টো নিজের করা সাতটি ডেলিভারিতেই ছক্কা হজম করেন শিবা। বলা বাহুল্য, ওই ওভারে একটা নো-বল করেন তিনি, খরচ করেন মোট ৪৩ রান।

এরমধ্যে ৪২ রানই নেন রুতুরাজ। তাতেই গড়ে ফেলেছেন লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে এক ওভারে সর্বোচ্চ রান তোলার রেকর্ডও। 

এক ওভারে ৩৯ রান তুলে এর আগের রেকর্ডটির মালিক ছিলেন জিম্বাবুয়ের এলটন চিগাম্বুরা। ২০১৩ সালে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ- ডিপিএলে এই কীর্তি গড়েন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক।

এদিকে, শেষমেশ ১০টি চার ও ১৬টি ছক্কার সাহায্যে ১৫৯ বলে ২২০ রান করে অপরাজিত থাকেন রুতুরাজ। মহারাষ্ট্র নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ৩৩০ রান সংগ্রহ করে।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি