ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

আর্জেন্টিনার মাঠে ফুটবলারের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৩, ৩০ নভেম্বর ২০২২

আন্দ্রেস বালান্টা

আন্দ্রেস বালান্টা

বিশ্বকাপের রাউণ্ড অফ সিক্সটিনে যেতে হলে জিততেই হবে আর্জেন্টিনাকে। এমন সমীকরণ সামনে নিয়ে বুধবার রাতে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি খেলতে নামবেন লিওনেল মেসিরা। স্টেডিয়াম ৯৭৪-এ প্রতিপক্ষ লেভানডোস্কির পোল্যান্ড।

তবে, গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে দিয়ে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। আর্জেন্টিনার মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন কলম্বিয়ার ফুটবলার।

জানা গেছে, অনুশীলনের সময়ই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আন্দ্রেস বালান্টা নামের ওই ফুটবলারের।

২২ বছরের এই ফুটবলার খেলতেন আর্জেন্টিনার প্রথম ডিভিশনের ক্লাব অ্যাথলেটিকো টুকুমানে। মঙ্গলবার ক্লাবের অনুশীলন চলাকালীন হঠাৎ মাঠে ঢলে পড়ে যান তিনি। তাকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় টুকুমান হেলথ সেন্টার হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাকে বাঁচানোর অনেক চেষ্টা করেন। কিন্তু ধীরে ধীরে তার অবস্থা আরও খারাপ হয়ে যায়।

অ্যাথলেটিকো টুকুমান ক্লাবসূত্রে খবর, অবস্থা খারাপ হওয়াতে বালান্টাকে নিয়ে যাওয়া হয় সেন্ত্রো দ্য স্যালুড হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা বালান্টাকে মৃত ঘোষণা করেন। 

বালান্টার মৃত্যুর পরে সে কথা তার পরিবারকে জানায় ক্লাব কর্তৃপক্ষ। এক বিবৃতিতে তারা জানায়, ‘বালান্টাকে বাঁচানোর সব রকম চেষ্টা করা হয়েছে। কিন্তু তাকে বাঁচানো যায়নি। পরিবারকে জানানো হয়েছে। তারা এসে বালান্টার দেহ নিয়ে যাবেন।’

২০১৯ সালে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে কলম্বিয়ার হয়ে খেলেছেন বালান্টা। ২০২১ সালে দেপোর্তিভো সালি থেকে অ্যাথলেটিকোতে যোগ দেন তিনি।

এর আগে চলতি বছরের জুন মাসে ফ্যাব্রিসিয়ো নাভারো নামে অ্যাথলেটিকোরই ২১ বছরের এক ফুটবলার ঘুমের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ফলে এ নিয়ে চলতি বছরেই দুই ফুটবলার হারাল ক্লাবটি।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি