ঢাকা, মঙ্গলবার   ০৮ অক্টোবর ২০২৪

ডেনিশদের বিদায় করে শেষ ষোলোতে অস্ট্রেলিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১২, ৩০ নভেম্বর ২০২২

বিশ্বকাপের ‘ডার্ক হর্স’ হিসেবেই ভাবা হচ্ছিল ডেনমার্ককে। গত ইউরোতে তাদের পারফরম্যান্স নজর কেড়েছিল সবার, চলতি বিশ্বকাপেও আশা ছিল তেমন কিছুরই।

কিন্তু প্রত্যাশা মেটাতে পারলো না দলটি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। শেষ ষোলোতে পৌঁছে গেছে সকারুরা।  

বুধবার আল জানুব স্টেডিয়ামে গ্রুপ ‘ডি’ এর ম্যাচে ডেনমার্ককে ১-০ গোলে হারিয়েছে অস্ট্রেলিয়া। দলটির পক্ষে একমাত্র গোলটি করেছেন লেইকি।

ফলে কাতার বিশ্বকাপের ‘ডি’ গ্রুপ থেকে শেষ ষোলোতে ফ্রান্সের সঙ্গী হলো অস্ট্রেলিয়া। ম্যাচে অবশ্যই যেকোন দলকে জিততে হতো। ডেনমার্ক জিতলেও অবশ্য ভাগ্যের দিকে তাকিয়ে থাকতে হতো ক্রিশ্চিয়ান এরিকসনদের। তবে জয় তো দূরের কথা ড্র-ও করতে পারেনি দলটি।

বরং আল জানুব স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১-০ গোল ব্যবধানের হার দেখে বিশ্বকাপ থেকে বিদায় নিলো দলটি। এদিকে এই জয়ে কোনো প্রকার সমস্যা ছাড়াই এই গ্রুপ থেকে ফ্রান্সের সঙ্গী হয়েছে অজিরা। 

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি