ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

সিরিজ জয়ের হাতছানি টাইগারদের সামনে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২১, ৭ ডিসেম্বর ২০২২

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ জিতে ইতোমধ্যে এগিয়ে রয়েছে বাংলাদেশ দল। জয়ের ধারাবাহিকতায় দ্বিতীয ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই ভারতের বিপক্ষে সিরিজ নিশ্চিত করতে চায় টাইগাররা। লিটনদের সামনে হাতছানি দিচ্ছে ৭ বছর আগের স্মৃতিও।

২০১৫ সালে প্রথমবার ভারতকে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। তখন ঢাকায় প্রথম ২ ম্যাচ জিতেই সিরিজ নিজেদের করে নিয়েছিল মাশরাফি বাহিনী।

আজ বুধবার মিরপুর শেরে-ই বাংলা মাঠে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। স্থানীয় সময় বেলা বারোটায় শুরু হবে ম্যাচটি। 

ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ব্যাটারদের কাছ থেকে ভালো পারফরমেন্সের আশা করছেন প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। কারণ, এক ম্যাচ বাকী রেখেই শক্তিশালী ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করতে চান তিনি।

ডোমিঙ্গো জানান, সিরিজে ভারতকে ঘুড়ে দাঁড়ানোর কোন সুযোগ দিতে চান না। এজন্য দ্বিতীয় ম্যাচে জয় খুব প্রয়োজন টাইগারদের।

কোচের মতে, সিরিজ জয় নিশ্চিত করতে হলে ব্যাটারদের আরও ভাল পারফরমেন্স প্রদর্শন করা প্রয়োজন। প্রথম ম্যাচে ব্যাটারদের ব্যর্থতায় হারের মুখে পড়ে যায় বাংলাদেশ। কিন্তু মেহেদি হাসান মিরাজের ব্যাটিং দৃঢ়তায় শেষ উইকেটে ৫১ রানের জুটি দলকে জয়ের স্বাদ দেয়।

দ্বিতীয় ওয়ানডে নিয়ে ডোমিঙ্গো বলেন, ‘আমি বাংলাদেশের কিছু অবিশ্বাস্য ম্যাচের সাথে জড়িত ছিলাম। আমাদের কিছু কষ্টার্জিত জয়-হার হয়েছে। প্রথম ম্যাচে যতটা ক্লোজড এতটা হওয়া উচিত ছিল না।’

তিনি আরও বলেন, ‘যখন আমাদের প্রয়োজন ছিল ৫৯ রান এবং চার উইকেট পতন হয়। তখন আমরা বেশ ভালো অবস্থানে ছিলাম। কিন্তু এখন পর্যন্ত সেটি ভালো পারফরমেন্স নয়। এখনো অনেক কাজ বাকি আছে। কিন্তু এমন পরিস্থিতি থেকে ম্যাচ জিততে পারাটা দলের চরিত্র নিয়ে অনেক কিছু বলে।’

১৮৭ রান তাড়া করতে নেমে ৪ উইকেটে ১২৮ রান থেকে ৯ উইকেটে ১৩৬ রানে পরিণত হয় বাংলাদেশ। আট রানে ৫ উইকেট হারায় তারা। শেষ উইকেটে মুস্তাফিজুর রহমান ও মেহেদি হাসান মিরাজ ৫১ রানের জুটি গড়ে বাংলাদেশকে জয়ের স্বাদ দিয়ে সিরিজে ১-০ ব্যবধানে লিড এনে দেন। 

ডোমিঙ্গো জানান, এমন হারে ভারত যে মানসিকভাবে ভেঙ্গে পড়েছে এতে কোন সন্দেহ নেই। প্রতিদিনই এ ধরণের কঠিন পরিস্থিতি থেকে রক্ষা পাওয়া যাবে না।

তিনি বলেন, এই ফরম্যাটে আত্মবিশ্বাস আছে। আমাদের রেকর্ড খুব ভালো। বিশ্বের বড় দলগুলির মধ্যে ভারতের বিপক্ষে খেলাটা সবসময়ই বাড়তি উন্মাদনা কাজ করে। এটিও ঠিক শক্তিশালী হয়ে ঘুড়ে দাঁড়াবে ভারত। আমাদের প্রথম ম্যাচের চেয়ে ভালো ক্রিকেট খেলতে হবে। বিশেষ করে ব্যাটিংয়ে।’

এদিকে, বাংলাদেশ দলকে সমর্থন দিতে মাঠে দেখা যাবে হাজার হাজার দর্শককে। যার রেশ দেখা গিয়েছে গতকাল টিকেট নিয়ে সাধারণ মানুষের মধ্যে হাহাকারের দৃশ্যে। বাংলাদেশ-ভারত সিরিজের টিকেট যেন এখন সোনার হরিণে রূপান্তরিত হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি