ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্রের বাস্কেটবল খেলোয়াড় রাশিয়ার জেল থেকে মুক্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৬, ৯ ডিসেম্বর ২০২২

বন্দি প্রত্যার্পণ চুক্তির মাধ্যমে রাশিয়ার জেল থেকে মুক্ত হলেন যুক্তরাষ্ট্রের বাস্কেটবল খেলোয়াড় ব্রিটনি গ্রাইনার। তার বিনিময়ে যুক্তরাষ্ট্র রাশিয়ার হাতে তুলে দিয়েছে অস্ত্র ব্যবসায়ী ভিক্টর বাউটকে।

রাশিয়া আগেই জানিয়েছিল, বন্দি প্রত্যার্পণ চুক্তির মাধ্যমে মার্কিন বাস্কেটবল খেলোয়াড় ব্রিটনি গ্রাইনারকে মুক্তি দেওয়া হবে। অবশেষে বৃহস্পতিবার তাকে ছাড়ল রাশিয়া। যুক্তরাষ্ট্রও মুক্তি দিয়েছে অস্ত্র ব্যবসায়ী ভিক্টর বাউটকে। দুইজনই নিজেদের দেশের উদ্দেশে রওনা দিয়েছে।

ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে সম্পর্ক তিক্ততম হয়ে ওঠে। কিন্তু তা সত্ত্বেও ব্রিটনিকে ছাড়ানোর জন্য গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র লাগাতার আলোচনা চালিয়ে গেছে। অবশেষে তার মুক্তি সম্ভব হলো। গ্রাইনারের টেক্সাসের বিমানে উঠে পড়েছেন। অন্যদিকে, যুক্তরাষ্ট্রে বন্দি বাউট মস্কোয় পৌঁছে গেছেন।

দুই বন্দির হস্তান্তর হয়েছে আবু ধাবি বিমানবন্দরে। মার্কিন প্রশাসন জানিয়েছে, এক ভয়াবহ অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন ব্রিটনি। তবে শারীরিকভাবে তিনি সুস্থ আছেন। অন্যদিকে, হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান, ব্রিটনি ভালো আছেন। তিনি বিমানে উঠে পড়েছেন। কিছুক্ষণের মধ্যেই তিনি তার পরিবারের কাছে পৌঁছে যাবেন।

সাবেক মার্কিন মেরিন পল ওয়েল্যানকেও হস্তান্তরে চেয়েছিলেন বাইডেন। কিন্তু রাশিয়া তাকে ছাড়তে রাজি হয়নি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের হাতে দুটিই মাত্র বিকল্প ছিল। হয় কাউকেই নেওয়া যাবে না অথবা কেবল ব্রিটনিকে নেওয়া যাবে।

গত ফেব্রুয়ারি মাসে মস্কো বিমানবন্দরে সামান্য গাঁজার তেল রাখার অপরাধে গ্রেপ্তার করা হয় ব্রিটনিকে। দুইবারের অলিম্পিক সোনাজয়ী বাস্কেটবল খেলোয়াড়কে একের পর এক জেলে রাখা হয়। সাধারণ বন্দিদের মতো ব্যবহার করা হয় তার সঙ্গে। তবে ব্রিটনি কখনোই ভেঙে পড়েননি বলে জানিয়েছে মার্কিন প্রশাসন। সেই তখন থেকেই ব্রিটনিকে মুক্ত করার চেষ্টা চালিয়ে যায় যুক্তরাষ্ট্র।

অন্যদিকে, ২০১২ সালে ২৫ বছরের কারাবাসের শাস্তি দেওয়া হয়েছিল বাউটকে। বেআইনি অস্ত্র ব্যবসার অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। ৫৫ বছরের বাউট শাস্তি শেষ হওয়ার অনেক আগেই মুক্তি পেলেন।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি