ঢাকা, বুধবার   ০৯ অক্টোবর ২০২৪

আর্জেনটিনা-ক্রোয়েশিয়া খেলা দেখাটা হবে বোকামি: ডমিঙ্গো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৬, ১৩ ডিসেম্বর ২০২২ | আপডেট: ১৫:১৭, ১৩ ডিসেম্বর ২০২২

ফুটবল বিশ্বকাপের সেমি-ফাইনালে আজ রাতে মুখোমুখি হচ্ছে আর্জেনটিনা-ক্রোয়েশিয়া। এদিকে বুধবার শুরু হচ্ছে বাংলাদেশ-ভারতের প্রথম টেস্ট ম্যাচ। গোটা বিশ্ব যখন বিশ্বকাপ খেলা নিয়ে বুঁদ থাকবে, ঠিক সে সময়ে বাংলাদেশের ক্রিকেটারদের ঘুমাতে বললেন কোচ রাসেল ডমিঙ্গো।

টেস্ট ম্যাচের আগে ভোর রাত পর্যন্ত যেন ক্রিকেটাররা ফুটবল খেলা না দেখেন, সেজন্য সতর্ক করে দিয়েছেন তিনি।

ভারতের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের টস বুধবার সকাল ৯টায়। আগের রাত ১টায় শুরু আর্জেন্টিনা ও ফুটবল বিশ্বকাপ সেমি-ফাইনাল। নির্ধারিত সময়ে খেলা শেষ হলেই ভোর ৩টা বেজে যাওয়ার কথা। অতিরিক্ত সময় বা টাইব্রেকারে গেলে শেষ হতে আরও দেরি হবে। 

বাংলাদেশ দলের অনেক ক্রিকেটারই ফুটবলের একনিষ্ঠ অনুসারী। আর্জেন্টিনার প্রবল সমর্থকও আছেন বেশ কয়েকজন। তাদের জন্য এই ম্যাচ না দেখে ঘুমাতে যাওয়ার কাজটা কঠিনই। তবে সেই কঠিন কাজটিই করতে হবে ক্রিকেটারদের, চট্টগ্রামে মঙ্গলবার সংবাদ সম্মেলনে সাফ জানিয়ে দিলেন ডমিঙ্গো। 

ক্রিকেটারদের শখ কিংবা আগ্রহকে পাশে সরিয়ে পেশাদারিত্বের ডাক শুনতে বললেন বাংলাদেশ কোচ। 

তিনি বলেন, “ওদেরকে অবশ্যই দ্রুত বিছানায় যেতে হবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ভোর ৩টা পর্যন্ত ফুটবল দেখে সকাল সাড়ে ৯টায় টেস্ট ম্যাচ খেলতে পারেন না আপনি। এটা হবে…. স্টুপিড! ওরা যদি এটা করে, আমি হতাশই হব, খুবই হতাশ হব।”
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি