ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

টসে হেরে চট্টগ্রাম টেস্টে ফিল্ডিংয়ে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০০, ১৪ ডিসেম্বর ২০২২ | আপডেট: ১০:০২, ১৪ ডিসেম্বর ২০২২

ঘরের মাঠে ভারতের সঙ্গে বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আজ। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার প্রথম ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক লোকেশ রাহুল।

চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় শুরু হয়েছে ম্যাচটি। এই সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

খেলা শুরুর আগে জাকিরকে টেস্ট ক্যাপ পরিয়ে দেন অধিনায়ক সাকিব আল হাসান। চোটের কারণে যাকে নিয়ে ছিল শঙ্কা। তবে সেই শঙ্কা উড়িয়ে খেলছেন সাকিব।

দুই পেসার ও তিন স্পিনার নিয়ে খেলছে বাংলাদেশ। ইনজুরি শঙ্কায় নেই তাসকিন আহমেদ। খালেদ আহমেদ ও ইবাদত হোসেন রয়েছেন পেস আক্রমণে। স্পিন আক্রমণে সাকিব ও তাইজুল ইসলামের সঙ্গে রয়েছেন মেহেদী হাসান মিরাজ। স্কোয়াডে থাকলেও একাদশে সুযোগ মেলেনি সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হকের।

গত জুনে ওয়েস্ট ইন্ডিজ সফরের পর প্রায় ৬ মাস পর টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। এ বছর এখন পর্যন্ত ৮ টেস্ট খেলে ৬টিতেই হেরেছে তারা। একমাত্র জয়টি এসেছিল বছরের শুরুতে নিউজিল্যান্ডের মাটিতে।

টেস্ট সিরিজের আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে দুই দল। সিরিজটি ২-১ ব্যবধানে জিতে নেয় স্বাগতিকরা।

 

বাংলাদেশ একাদশ
জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলি চৌধুরী, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ।

ভারত একাদশ
লোকেশ রাহুল (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, রিশভ পান্ত, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদিপ যাদব, উমেশ যাদব ও মোহাম্মদ সিরাজ।

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি