ঢাকা, বুধবার   ০৯ অক্টোবর ২০২৪

‘আর্জেন্টিনার বিপক্ষে জয় সহজ হবে না’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১২, ১৫ ডিসেম্বর ২০২২

হুগো লরিস

হুগো লরিস

মরুর বুকে আয়োজিত প্রথম বিশ্বকাপের ফাইনালেও জায়গা করে নিয়েছে রাশিয়া বিশ্বকাপের চ্যাম্পিয়ন ফ্রান্স। এই ম্যাচটিতে জয় পেলেই ব্রাজিল, ইতালির পর তৃতীয় দল হিসেবে রেকর্ড গড়ে টানা দুই বিশ্বকাপ শিরোপা ঘরে তুলবে লা ব্লুজরা।

তবে আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে জয় পাওয়া সহজ হবে না বলে মনে করছেন ফরাসি দলটির অধিনায়ক হুগো লরিস। তার মতে, ফাইনালে একটা দারুণ ম্যাচ হওয়ার সম্ভাবনা আছে।

মরক্কোর বিপক্ষে ম্যাচ শেষে লরিস বলেন, আর্জেন্টিনা বড় দল। কতটা প্রতিদ্বন্দ্বিতা হতে পারে, সেটা তারা করে দেখিয়েছে। আর্জেন্টিনার লিওনেল মেসির মতো খেলোয়াড় আছে। তবে আমরা সবকিছু নিজেদের পক্ষে রাখার চেষ্টা করব।

এদিন বিশ্বকাপ ইতিহাসে গোলকিপার হিসেবে জার্মানির ম্যানুয়েল নয়্যারের সঙ্গে যৌথভাবে সবচেয়ে বেশি ১৯টি ম্যাচ খেলে ফেললেন লরিস। ফাইনাল খেলার সুযোগ পেলে নয়্যারকেও ছাড়িয়ে যাবেন এই গোলকিপার।  

এদিকে, ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা চলতি বিশ্বকাপে একটি মাত্র ম্যাচে হেরেছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তিউনিসিয়ার কাছে হেরেছিল দিদিয়ের দেশমের শিষ্যরা। এরপর থেকে দাপট দেখিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে ফরাসিরা। সর্বশেষ বুধবার রাতে মরক্কোকে ২-০ ব্যবধানে হারিয়ে দেয় এমবাপ্পে-ফার্নান্দেজরা।

অন্যদিকে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে প্রথম অঘটনের শিকার হয়েছিল আর্জেন্টাইনরা। গ্রুপ পর্বে সৌদি আরবের কাছে ২-১ ব্যবধানে হেরেছিল লা আলবিসেলেস্তেরা। এরপর ক্রমেই দুর্দান্ত ফুটবল খেলে ফাইনালে জায়গা করে নিয়েছে আকাশি-সাদা জার্সিধারীরা। সর্বশেষ মঙ্গলবার রাতে ক্রয়েশিয়াকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দেয় মেসি-আলভারেজরা।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি