ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

দ্রুত দুই ওপেনারকে হারিয়ে চাপে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৮, ২২ ডিসেম্বর ২০২২ | আপডেট: ১১:৪২, ২২ ডিসেম্বর ২০২২

ট্টগ্রামের প্রথম টেস্টে দাপুটে জয় তুলে নিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ভারত। সুতরাং মিরপুরের দ্বিতীয় টেস্ট ম্যাচটি বাংলাদেশের কাছে সিরিজ বাঁচানোর লড়াই।

যে লড়াইয়ে নেমে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক সাকিব আল হাসান।

অধিনায়কের সিদ্ধান্তে সাড়া দিয়ে প্রথম ঘণ্টা নির্বিঘ্নেই কাটিয়ে দেন দুই ওপেনার নাজমুল হোসাইন শান্ত ও জাকির হাসান। ১৩ ওভারে ৩৭ রান যোগ করেন দুজনে। যদিও খেলার দ্বিতীয় ওভারেই একটা সুযোগ দিয়ে জীবন পান চট্টগ্রামে অভিষেক টেস্টের সেঞ্চুরিয়ান।

দ্বিতীয় ওভারে বল করতে আসেন পেসার উমেশ যাদব। প্রথম বলই লেগ-সাইডে বড় শট নেওয়ার চেষ্টা করেন জাকির। বল হাওয়ায় ভেসে গেলেও মোহাম্মদ সিরাজের হাত থেকে ফসকে যায় ক্যাচ। শূন্য রানে আউট হওয়ার বদলে ২ রান নিয়ে খাতা খোলেন জাকির।

শুরুতে জীবন পেয়েও অবশ্য এদিন বেশিদূর যেতে পারেননি দ্বিতীয় টেস্ট খেলতে নামা এই ব্যাটার। পানি পানের বিরতির পর ক্রিজে এসেই আউট হন তিনি। ১৪.৫ ওভারে জয়দেব উনাদকাটের বলে লোকেশ রাহুলের হাতে ধরা পড়েন জাকির।

ক্যারিয়ারের তৃতীয় ইনিংসে ৩৪ বলে করতে পারেন ১৫ রান, ১টি চারের মারে। এর ফলে দলীয় ৩৯ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। অন্যদিকে, টেস্ট অভিষেকের ১২ বছর পর এসে প্রথম উইকেটের দেখা পেলেন উনাদকাট।

এখানেই শেষ নয়, জাকির ফিরতেই আরেকটা ধাক্কা খায় বাংলাদেশ। তিন বল পরেই অর্থাৎ ১৫.২ ওভারে অশ্বিনের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন নাজমুল হোসাইন শান্ত। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি এই ওপেনার। ৩টি বাউন্ডারির সাহায্যে ৫৭ বলে ২৪ রান করেন শান্ত। 

ফলে ওই ৩৯ রানেই দুই ওপেনারের উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। নতুন ব্যাটার হিসেবে ক্রিজে এসে হাল ধরেন মোমিনুল হক ও সাকিব আল হাসান। 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৩ ওভারে স্বাগতিকদের সংগ্রহ ২ উইকেটে ৬৫ রান। মোমিনুল ১১ রানে এবং সাকিব ১৪ রানে ক্রিজে আছেন।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি