ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শুক্রবার থেকে বঙ্গবন্ধু বক্সিং ফেস্টিভ্যাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৭, ২২ ডিসেম্বর ২০২২ | আপডেট: ২০:২৫, ২২ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

বঙ্গবন্ধু বক্সিং ফেস্টিভ্যাল ‘ইউবিসি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ বেল্ট’ ও ‘ইউবিসি এশিয়া চ্যাম্পিয়নশিপ টাইটেল বেল্ট’ শুক্রবার (২৩ ডিসেম্বর) থেকে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে শুরু হচ্ছে।  

বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটি এবং বাংলাদেশ প্রফেশনাল বক্সিং অ্যাসোসিয়শনের ব্যবস্থাপনায় এবারের আসরে অংশ নিচ্ছে ভারত, ইরান, থাইল্যান্ড ও স্বাগতিক বাংলাদেশ।

বুধবার (২১ ডিসেম্বর) বঙ্গবন্ধু বক্সিং ফেস্টিভ্যাল উপলক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সম্মেলনকক্ষে এ প্রতিযোগিতার আয়োজক এমডি আসাদুজ্জামান সংবাদ সম্মেলন বিস্তারিত তুলে ধরেন। 

তিনি বলেন, 'বাংলাদেশের সেরা ১৭ জন বক্সার ভারত, ইরান ও থাইল্যান্ডের বক্সারদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি এক প্রশ্নে জানান, বাংলাদেশের বক্সিং ইতিহাসে এই প্রথম কোনো আন্তর্জাতিক প্রফেশনাল বক্সিং চ্যাম্পিয়নশিপ টাইটেল বেল্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বঙ্গবন্ধু বক্সিং ফেস্টিভ্যাল ইউবিসি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ বেল্ট ৮ রাউন্ডের লড়াইয়ে বাংলাদেশের ওমর ফারুক ইরানের ১০বারের জাতীয় চ্যাম্পিয়ন অলিম্পিক খেলা সাজাদ মেহরাবির মোকাবিলা করবেন।  

ইউবিসি এশিয়া চ্যাম্পিয়নশিপ বেল্টে ভারতীয় বংশোদ্ভূত ইংলিশ প্রফেশনাল বক্সার লোকেশ দাঙ্গির মুখোমুখি লড়াই করবেন বাংলাদেশের প্রথম নেপালজয়ী বক্সার জয়নাল ইসলাম জয়। এ লড়াইয়ে জয়ী বক্সার পাবেন এশিয়া সেরার সম্মান।  

এদিকে নারী ইভেন্টে হবিগঞ্জের তানজিমা সুলতানা শেলী লড়াই করবেন ভারতের শক্তিশালী বক্সার এশিয়ান চ্যাম্পিয়ন প্রফেশনাল বক্সার দিপিকা তিওয়ারির সঙ্গে। এছাড়া ইরানের পুনেহ আখুন্তাবার্মাজান্দারানি, বাংলাদেশের ফারাহ নওশিন, সাদিয়া ইসলাম, আমিনুল ইসলাম, আব্দুল মোত্তালিব প্রমুখ প্রতিদ্বন্দ্বিতা করবেন।

উল্লেখ্য, বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটি এই পর্যন্ত দেশে এবং দেশের বাইরে সর্বমোট ২৫ টি বক্সিং প্রতিযোগিতার আয়োজন করেছে এবং প্রতিবারের ন্যায় এবারেও বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান বক্সার্স এবং বক্সিং সংশ্লিষ্টদের মধ্যে নগদ অর্থ ও পুরস্কার প্রদান করবেন।

এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি