পন্ট-আইয়ার জুটিতে লিড নিলো ভারত
প্রকাশিত : ১৫:০৮, ২৩ ডিসেম্বর ২০২২
দলীয় ১০০ রানের আগেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। এ অবস্থায় দুর্দান্ত এক জুটিতে দলকে ঘুরে দাঁড়ানোর পথ দেখান ঋষভ পন্ট ও শ্রেয়াস আইয়ার। দুজনের দেড়শ ছাড়ানো জুটিতে চড়ে বড় লিডের পথেই ছুটছে ভারত।
এরইমধ্যে পন্ট তুলে নিয়েছেন দারুণ এক ফিফটি, ছুটছেন শতকের লক্ষ্যেই। কম যাচ্ছেন না সঙ্গী শ্রেয়াসও। ফিফটি হাঁকিয়েছেন তিনিও।
যাতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ২৪৬ রান। ৯১ রানে ব্যাট করছেন পন্ট এবং ৭৩ রান নিয়ে তার পিছেই ছুটছেন শ্রেয়াস। ১৯ রানে লিড নিয়ে এগিয়ে যাচ্ছে সফরকারীরা।
এর আগে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে টস জিতে আগে ব্যাট করে প্রথম ইনিংসে ২২৭ রানে থেমে যায় স্বাগতিকরা।
জবাব দিতে নেমে আগেরদিন ৮ ওভার খেলে ১৯ রান তুলে কোনো উইকেট হারায়নি ভারত। তবে শুক্রবার দিনের শুরুতেই ভারতের দুই ওপেনারকে তুলে নিয়ে উইকেটের মুখ খোলেন তাইজুল। যাতে ২৭ রানে প্রথম উইকেট হারানো ভারত তাদের দ্বিতীয় উইকেট হারায় ৩৮ রানে।
এরপর চেতেশ্বর পূজারাকেও বোকা বানান বাহাতি স্পিনার। তিনি ২ চারে ৫৫ বলে ২৪ রান করে সাজঘরে ফেরেন এই টপ অর্ডার।
তাইজুলের দাপটে প্রথম সেশনটা নিজেরদের করে নেয় বাংলাদেশ। দ্বিতীয় সেশনের শুরুতেই চাপে পড়া ভারত শিবিরে আঘাত হানেন তাসকিন আহমেদ। ডানহাতি পেসার তুলে নেন তাদের সেরা ব্যাটার বিরাট কোহলিকে। যাতে ৯৪ রানে ৪ উইকেট হারিয়ে আরও চাপে পড়ে সফরকারীরা।
সফরকারীদের তিনটি উইকেটই ঝুলিতে পুরেছেন তাইজুল ইসলাম। তাসকিনের ঝুলিতে গেছে একটি।
এনএস//এসি