ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

আইপিএলে দল পেলেন সাকিব-লিটন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪০, ২৪ ডিসেম্বর ২০২২

আইপিএল ২০২৩ আসরের জন্য দল পেয়েছেন বাংলাদেশ দলের তারকা ওপেনার লিটন দাস ও তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। আইপিএলের নিলামের প্রথম দফার ডাকে দল পাননি লিটন-সাকিব। তবে দ্বিতীয় দফায় কপাল খুলেছে দুজনেরই।

দ্বিতীয় ডাকে লিটনকে ৫০ লাখ রুপি ভিত্তিমূল্যে দলে টানে কলকাতা নাইট রাইডার্স। এরপর সেই কলকাতাই দলে ভিড়িয়েছে সাকিবকে।

সাকিবকে ভিত্তিমূল্য ১ কোটি ৫০ লাখ রুপিতে কিনে নিয়েছে তার পুরোনো ক্লাব কেকেআর। এই দলের হয়ে দুইবার শিরোপা জিতেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

আইপিএলের নিলামে বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ এবং ব্যাটার আফিফ হোসেনের নাম অন্তর্ভুক্ত করা হলেও তারা দল পাননি। নিলামে অবিক্রিত থেকে গেছেন তারা।

এবারই প্রথমবারের মত আইপিএলে খেলবেন লিটন। সপ্তম বাংলাদেশি হিসেবে আইপিএলে সুযোগ মিলছে এই তারকা ওপেনারের।

এর আগে আবদুর রাজ্জাক, মোহাম্মদ আশরাফুল, মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল এবং মোস্তাফিজুর রহমানের আইপিএলে দল পাওয়ার সুযোগ হয়েছিল।

এদিকে নিলামের দ্বিতীয় ডাকে দল পেয়েছেন রাইলি রুশো। -২ কোটি রুপি ভিত্তিমূল্য থাকলেও আফ্রিকান এই ব্যাটারকে ৪ কোটি ৬০ লাখ রুপিতে দলে টেনেছে দিল্লি ক্যাপিটালস।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি