ঢাকা, বৃহস্পতিবার   ১০ অক্টোবর ২০২৪

তরুণ স্ট্রাইকার ফোফানাকে দলে টানলো চেলসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৪, ২৯ ডিসেম্বর ২০২২ | আপডেট: ১৬:০৬, ২৯ ডিসেম্বর ২০২২

নরওয়েজিয়ান ক্লাব মোল্ডে এফকে থেকে ২০ বছর বয়সী স্ট্রাইকার ডেভিড ডাট্রো ফোফানাকে দলে ভেড়ানোর কাজ প্রায় সম্পন্ন করেছে চেলসি। 

প্রিমিয়ার লিগ ক্লাব সূত্র এই তথ্য জানিয়েছে।

চেলসি বস গ্র্যাহাম পটার ক্লাবের আক্রমণ ভাগের ঘাটতি পূরণের জন্য ফোফানাকে দলভূক্ত করতে যাচ্ছে। আইভরি কোস্টের এই স্ট্রাইকার জানুয়ারিতে চেলসিতে যোগ দিবেন।

বিভিন্ন রিপোর্টের সূত্র মতে ১৩.২৫ মিলিয়ন ডলারের বিনিময়ে চেলসির সঙ্গে চুক্তি সম্পন্ন হতে যাচ্ছে।

নভেম্বরে বুরুন্ডির সঙ্গে ৪-০ গোলের জয়ের প্রীতি ম্যাচটিতে আইভরি কোস্টের হয়ে অভিষেক হয়েছিল ফোফানার। সম্প্রতি নরওয়েজিয়ান শীর্ষ লিগের ক্লাব মোল্ডের হয়ে দারুন একটি মৌসুম কাটিয়েছেন ফোফানা। 

ইতোমধ্যেই ২৪ ম্যাচে করেছেন ১৫টি গোল ও পাঁচটি এ্যাসিস্ট। ইউরোপা কনফারেন্স লিগের বাছাইপর্ব ও মূল টুর্নামেন্ট মিলিয়ে ১০ ম্যাচে করেছেন চার গোল।

বিশ্বকাপ বিরতি শেষে মঙ্গলবার আবারো প্রিমিয়াল লিগে ফিরেছে চেলসি। প্রথম দিনই বোর্নেমাউথকে ২-০ গোলে হারিয়েছে ব্লুজরা। 

পিয়েরে-এমেরিক অবামেয়াংকে বদলী বেঞ্চে বসিয়ে মূল দলে কেই হাভার্টজকে নামিয়েছিলেন কোচ।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি