ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

হারের তেতো স্বাদে পিএসজির বছর শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৪, ২ জানুয়ারি ২০২৩

ফরাসি লিগে হার দিয়ে বছর শুরু করলো পিএসজি। মেসি-নেইমার বিহীন ম্যাচে লঁসের কাছে গোলে হেরেছে ক্রিস্তোফা গালতিয়ারের দল। মৌসুমে প্রথম হারের পরও শীর্ষে পিএসজি।

রোববার ঘরের মাঠে ৩-১ গোলে জিতে পিএসজির সঙ্গে ব্যবধান কমিয়েছে দুই নম্বরে থাকা লঁস।

১৭ ম্যাাচে পিএসজির পয়েন্ট ৪৪। সমান ম্যাচে ১২ জয় ও চার ড্রয়ে লঁসের পয়েন্ট ৪০।

শীর্ষে ওঠার লড়াই দুই দলের। সাত পয়েন্ট বেশি নিয়ে এক নম্বরে ছিল পিএসজি। সুযোগ ছিল ব্যবধানটা আরও বড় করার। তবে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি ফরাসি জায়ান্টরা। 

ম্যাচের পাঁচ মিনিটে পিছিয়ে পড়ে পিএসজি। তিন মিনিট পর সমতায় ফিরলেও ২৮ মিনিটে লঁসকে আবারও এগিয়ে দেন লুইস ওপেন্ডা। 

প্রথমার্ধের বাকি সময়ে গোলের তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই।

দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় লঁস। দানিলো পেরেইরার বাজে পাসে ডি বক্সের মাথায় বল হারান মার্কো ভেরাত্তি। দুই জনের পা ঘুরে পেয়ে যান ক্লদ-মরিস। ঝাঁপিয়েও তার জোরাল শটের নাগাল পাননি পিএসজি গোলরক্ষক। ৩-১ ব্যবধানে পিছিয়ে পিএসজি।

৫৪তম মিনিটে আশরাফ হাকিমির দূর পাল্লার শট ঠেকিয়ে দেন লঁস গোলরক্ষক সাম্বা। সাত মিনিট পর তিনি ব্যর্থ করে দেন এমবাপ্পের শট।  

বাকি সময়ে আর ম্যাচে ফিরতে পারেনি পিএসজি। এতে চলতি মৌসুমে প্রথম হারের স্বাদ পেল ফরাসি জায়ান্টরা।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি