ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

পেলের নামে সব দেশে স্টেডিয়াম চান ফিফা সভাপতি

আকাশ উজ্জামান, একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৭, ৩ জানুয়ারি ২০২৩

শোকের আবহে নিজের শৈশবের প্রিয় মাঠ সান্তোসের বেলেমিমো স্টেডিয়ামে চলছে ফুটবল কিংবদন্তি পেলের শেষ শ্রদ্ধা। স্থানীয় সময় সোমবার সকাল ১০টা থেকে শুরু হওয়া শ্রদ্ধা নিবেদন চলবে আজ মঙ্গলবার সকাল ১০ পর্যন্ত। এদিকে, সব দেশে পেলের নামে স্টেডিয়ামের নামকরণ করার আহ্বান জানিয়েছেন ফিফা সভাপতি। 

দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভোগা কিংবদন্তি গত ২৯ ডিসেম্বর সবাইকে কাঁদিয়ে পাড়ি জমান না ফেরার দেশে। সোমবার স্থানীয় সময় সকাল ১০ ও বাংলাদেশ সময় সন্ধ্যা থেকে তার প্রিয় ক্লাব সান্তোসে চলছে শেষ শ্রদ্ধার অনুষ্ঠান।

ফিফা সভাপতি থেকে শুরু করে ভক্ত সমর্থকরা ফুটবলের রাজাকে শেষবারের মতো শ্রদ্ধা নিবেদন করছেন। ফুটবলকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে কিংবদন্তির নামে স্টেডিয়াম করার আহবান জানিয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো।

আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টা পর্যন্ত পেলের মরদেহ রাখা হবে এই স্টেডিয়ামেই। এরপর শুরু হবে শেষযাত্রা। সান্তোসের বিভিন্ন রাস্তায় ঘোরানো হবে তাঁর কফিন। পরে পরিবারের সদস্যদের উপস্থিতিতে মেমোরিয়াল নেকরোপল একুমেনিকায় সমাহিত হবেন কালোমানিকখ্যাত ফুটবলের যাদুকর পেলে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি