ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

হারারেতে হার আইরিশদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪০, ১৩ জানুয়ারি ২০২৩

হারারেতে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে সহজ জয় তুলে নিয়েছে জিম্বাবুয়ে। শন উইলিয়ামস ও ক্লিভ মাদানের ব্যাটিংয়ে ভর করে লক্ষ্যে পৌঁছে যায় আরভিনের দল। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০-তে এগিয়ে গেল স্বাগতিকরা।

জয়ের জন্য মাত্র ১১৫ রানের লক্ষ্য পায় জিম্বাবুয়ে। শুরুতে দুই আইরিশ বোলার মার্ক অ্যাডাইর ও হ্যারি টেকটর দারুণ বোলিং করেন। জিম্বাবুয়ের দুই উদ্বোধনী ব্যাটারকে আট রানের মধ্যে সাজঘরে ফিরিয়ে ম্যাচ জমিয়ে তোলার ইঙ্গিত দেন।

তবে জিম্বাবুয়ের জার্সিতে অভিষেক হওয়া সাবেক ইংলিশ ক্রিকেটার গ্যারি ব্যালান্স দলকে পথ দেখান। তার ২৯ বলে ৩০ রানের ইনিংসটি জয়ে অবদান রাখে। এরপর জিম্বাবুয়ের পাঁচ উইকেট পড়লেও তা জয়ে বাঁধা হতে পারেনি। 

অভিজ্ঞ শন উইলিয়ামসের ৩০ বলে ৩৪ রান ও ক্লিভ মাদানের ১০ বলে ১৮ রানে জিম্বাবুয়ে পৌঁছে যায় কাঙ্ক্ষিত লক্ষ্যে।

আয়ারল্যান্ডের পক্ষে টেকটর ও অ্যাডার দুটি করে উইকেট নেন। একটি উইকেট নেন ব্যারি ম্যাকার্থি।

এর আগে টস জিতে জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিন আগে বল করার সিদ্ধান্ত নেন। তার সিদ্ধান্তকে সঠিক প্রমাণিত করতে সময় নেননি জিম্বাবুয়ের বোলাররা। আঁটসাঁট বোলিংয়ে আটকে রাখেন আইরিশদের। নিয়মিত বিরতিতে উইকেট হারায় সফরকারীরা। 

দলের পক্ষে সর্বোচ্চ তিন ব্যাটারই ডাবল ফিগারে পৌঁছাতে পারেন। এর মধ্যে আটে নামা গ্যারেথ ডিলানির ২৪ রানই দলের পক্ষে সর্বোচ্চ।

জিম্বাবুয়ের এই জয়ে বড় ভূমিকা বোলারদের সম্মিলিত প্রচেষ্টা। তাতে সবচেয়ে সফল বোলার রায়ান বার্ল। তিন উইকেট নিয়েছেন ২৯ রান খরচায়। যা তাকে এনে দেয় ম্যাচ সেরার পুরস্কারও। 

এছাড়া দুটি করে উইকেট নেন টেন্ডাই চাতারা, রিচার্ড এনগারাভ ও ওয়েলিংটন মাসাকাদজা। ব্রাড ইভান্স নেন একটি উইকেট।

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি হবে আগামী ১৪ জানুয়ারি।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি