ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

বেঁচে ফেরার ১৭ দিন পরে মুখ খুললেন ঋষভ পন্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৯, ১৬ জানুয়ারি ২০২৩

ঋষভ পন্ট

ঋষভ পন্ট

গত ৩০ ডিসেম্বর উত্তরাখণ্ডে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়েন তিনি। সেই ঘটনার ১৭ দিন পর প্রথমবার মুখ খুললেন ঋষভ পন্ট। সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে তিনি দু’টি টুইট করেন। সেখানে জানান, তার ক্রিকেটে ফেরার লড়াই শুরু হয়ে গেছে। একই সঙ্গে ধন্যবাদ জানান বোর্ড ও তার চিকিৎসকদের।

পন্ট লিখেছেন, “দুর্ঘটনার পর থেকে যে ভালোবাসা এবং শুভেচ্ছা পেয়েছি, তাতে আমি আপ্লুত এবং কৃতজ্ঞ। আমার অস্ত্রোপচার সফল হয়েছে, এটা জানাতে পেরে খুব খুশি। ক্রিকেটে ফেরার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আগামী দিনে যে চ্যালেঞ্জ অপেক্ষা করছে, তার জন্য আমি তৈরি। দারুণভাবে আমার পাশে থাকার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড, সচিব জয় শাহ এবং সরকারি কর্মকর্তাদের অনেক ধন্যবাদ।”

দ্বিতীয় একটি টুইটে পন্ট লিখেছেন, “সব সমর্থক, সতীর্থ, চিকিৎসক এবং ফিজিওকে হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই। প্রতিনিয়ত উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। সবাইকে মাঠে দেখার অপেক্ষায় আছি।”

পন্ট যদিও জানিয়েছেন যে, ক্রিকেটে ফেরার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তবে অবাক করা সাফল্য না মিললে চলতি বছর মাঠের বাইরেই কাটাতে হতে পারে তাকে। এমনটাই জানিয়েছেন চিকিৎসকরা। ইতোমধ্যেই দু’বার অস্ত্রোপচার হয়েছে তার শরীরে। তাতেও চোট পুরো সারেনি। ক্রিকেট ওয়েবসাইট ‘ক্রিকইনফো’ জানিয়েছে, আরও একবার অস্ত্রোপচার করতে হবে পন্টের। তাই মাঠে নামতে দীর্ঘ দিন অপেক্ষা করতে হবে এই ক্রিকেটারকে।

প্রথমে ডান পায়ের হাঁটু ও তার পরে ডান পায়ের গোড়ালির লিগামেন্টে অস্ত্রোপচার করা হয় পন্টের। মুম্বাইতেই ভারতীয় ক্রিকেট বোর্ডের ক্রীড়া অস্থি বিশেষজ্ঞ দীনেশ পারদিওয়ালার নেতৃত্বে অস্ত্রোপচার হয় পন্টের। তরুণ এই ক্রিকেটার এখন কোকিলাবেন ধীরুভাই অম্বানি হাসপাতালের ক্রীড়া বিজ্ঞান এবং সুস্থতা বিভাগের প্রধান বৈভব দাগার চিকিৎসাধীন। ছয় সপ্তাহ পরে ডান পায়ে আরও একটি অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।

এই তিনটি অস্ত্রোপচারের ফলে আগামী আট থেকে ন’মাস মাঠের বাইরে থাকতে হবে পন্টকে। ফলে সেপ্টেম্বরে এশিয়া কাপ পর্যন্ত খেলার সম্ভাবনা নেই তার। অক্টোবর-নভেম্বরে এক দিনের বিশ্বকাপ খেলাও অনিশ্চিত ভারতীয় ক্রিকেটারের। কারণ, সুস্থ হলেও ম্যাচের জন্য ফিট হতে আরও সময় লাগবে পন্টের। তাই এই পুরো বছরেই তার খেলার সম্ভাবনা মাঠে মারা গেল বলে আশঙ্কা চিকিৎসকদের।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি