সুপার কাপ জিতলো ইন্টার মিলান
প্রকাশিত : ১০:০১, ১৯ জানুয়ারি ২০২৩
এসি মিলানকে উড়িয়ে দিয়ে ইতালিয়ান সুপার কাপের শিরোপা জিতলো ইন্টার মিলান।
বুধবার রাতে সৌদি আরবের কিং ফাহাদ স্টেডিয়ামে ৩-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে ইন্টার।
ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের উপর চড়াও হয়ে খেলে ইন্টার। ফল পেতেও বেশি দেরি করতে হয়নি তাদের। মাত্র ১০ মিনিটের মাথায় নিকোলাস বারেলার বাড়ানো বলে দলকে লিড এনে দেন ফেদেরিকো ডিমারোকো।
একই ধারায় বিরতির আগে আরও এগিয়ে যায় ইন্টার। দ্বিতীয় গোলের পর জেগে ওঠে এসি মিলান। বলের দখল পেতে শুরু করে, ইন্টারকে রক্ষণাত্মক খেলতে বাধ্য করে কিন্তু সাফল্য খুঁজে পায়নি তারা।
বিরতির পর ভালো কিছু সুযোগ তৈরি করলেও গোল শোধ দিতে পারেনি এসি মিলান। উল্টো ৭৭ মিনিটে আর পিছিয়ে পরে তারা।
আর্জেন্টাইন ফরোয়ার্ড লাওতারো মার্টিনেজের গোলে ৩-০ ব্যবধানের জিতে বছরের প্রথম শিরোপা ঘরে তোলে ইন্টার মিলান।
এএইচ