ঢাকা, শনিবার   ১২ অক্টোবর ২০২৪

পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত, নতুন গন্তব্যে মেসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪১, ২৬ জানুয়ারি ২০২৩

সোনালী ট্রফি জিতে প্যারিসের মাটিতে পা রাখলেও পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছেন লিওনেল মেসি। নতুন চুক্তিতে আসবেন কিনা এটা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। এরই মধ্যে তাকে পেতে আগ্রহ প্রকাশ করেছে সাবেক ক্লাব বার্সেলোনা থেকে শুরু করে ম্যানসিটি, আল হিলাল, ইন্টার মিয়ামিসহ আরও অনেকে।

বার্সেলোনার সঙ্গে বহুদিনের সম্পর্ক ছিন্ন করে দুই বছর আগে পিএসজিতে নাম লেখান মেসি। সেই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এই বছরের মাঝামাঝিতে। এরই মধ্যে নতুন মেয়াদে মেসিকে নিতে ফরাসিরা আগ্রহ দেখালেও এখনই কোনো সিদ্ধান্ত নিতে চান না আর্জেন্টাইন সুপারস্টার।

কিছুদিন আগে মেসির দল বদল ঘিরে বিস্ফোরক খবর প্রকাশ করে মুন্দো দেপোর্তিভো। সদ্য বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন অধিনায়ককে কিনতে ৩৫০ মিনিয়ন মার্কন ডলারের প্রস্তাব দিচ্ছে সৌদির ক্লাব আল হিলাল। মেসির পিএসজিতে না থাকার খবরে সুখের বাতাস বইতেই পারে আল হিলালে।

এদিকে বার্সেলোনার সাংবাদিক জেরার্ড রোমেরোর তথ্যমতে ফ্রি জায়ান্ট হিসেবে আবারও বার্সেলোনায় ফিরতে পারেন লিওনেল মেসি। এরই মধ্যে তাকে অগ্রিম স্বাগত জানিয়েছেন কাতালুনিয়ার সমর্থক থেকে শুরু করে খেলোয়াড়রাও।

এদিকে লিওকে পেতে আকাশচুম্বি অর্থ নিয়ে দুয়ার খুলে বসে আছে যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামি ইংলিশ জায়ান্ট ম্যানসিটির মতো দল।

মেসির ভবিষ্যৎ নিয়ে বেড়েই চলেছে ধোঁয়াসা। পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন না করলে কোথায় যাচ্ছেন তিনি? বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি নাকি রোনালদোর মতো ইউরোপ ছেড়ে নতুন রোমাঞ্চের খোঁজে?

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি