ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সিলেট স্টেডিয়ামে দুর্ঘটনার শিকার পাপন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৫, ৩০ জানুয়ারি ২০২৩

বিপিএলের চলতি আসরে চলছে সিলেট পর্বের খেলা। যা সরাসরি উপভোগ করতে বিসিবি সভাপতি এখন সিলেটে। ভিআইপি বক্সে বসে সেই খেলা দেখতে এসেই ছোটখাটো দুর্ঘটনার শিকার হলেন নাজমুল হাসান পাপন।

সোমবার (৩০ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ঢাকা ডমিনেটর্স বনাম রংপুর রাইডার্সের মধ্যকার দিনের প্রথম ম্যাচ চলাকালেই ঘটে এই দুর্ঘটনা।

এদিন খেলা শুরুর আগেই সিলেটে এসে পৌঁছান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বোর্ড প্রধানের সিলেটে আগমণ উপলক্ষে স্টেডিয়ামপাড়া দারুণভাবে সেজে ওঠে। নানা প্ল্যাকার্ড এবং বর্ণিল সাজে সাজে সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

মাঠে এসে ভিআইপি বক্সে প্রবেশের সময় পাপনের সঙ্গে এই দুর্ঘটনা ঘটে। বিসিবি সভাপতি ভিআইপি বক্সে ওঠার সময় সিড়িতে পা হড়কে পড়ে যান। আচমকাই পা পিছলে পড়ে যান তিনি। যদিও এতে মারাত্মক ধরনের কোনো অসুবিধা হয়নি। সঙ্গে সঙ্গেই উঠে যান তিনি। এরপর হেঁটে ভিআইপি বক্সে চলে যান।

পরবর্তীতে সাংবাদিক সম্মেলনও করেন বিসিবি সভাপতি। কথা বলেছেন জাতীয় দল, কোচ এবং মাশরাফী বিন মোর্ত্তজার অবসরের বিষয়েও।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি