রেকর্ড ফি’তে চেলসিতে যোগ দিলেন এনজো ফার্নান্দেজ
প্রকাশিত : ১১:৫৬, ১ ফেব্রুয়ারি ২০২৩
রেকর্ড ট্রান্সফার ফি-তে ইংলিশ ক্লাব চেলসিতে যোগ দিলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। আট বছরের চুক্তিতে ১২১ মিলিয়ন ইউরোতে তাকে দলে ভিড়িয়েছে ব্লুজরা।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) তার সদ্য সাবেক পর্তুগিজ ক্লাব বেনফিকা এই ঘোষণা দিয়েছে।
ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচে দামি খেলোয়াড় বনে গেলেন কাতার বিশ্বকাপে সেরা উদিয়মানে খেতাব পাওয়া এই ফুটবলার।
দেড় বছর আগে ১০০ মিলিয়নে অ্যাস্টন ভিলা থেকে জ্যাক গ্রিলিসকে দলে ভিড়িয়ে রেকর্ড গড়েছিল ম্যানচেস্টার সিটি। সেই রেকর্ড এবার ভেঙে দিলো স্টামফোর্ড ব্রিজের দলটি।
গ্রীষ্মকালীন দলবদলে মাত্র ১০ মিলিয়ন ইউরোয় এনজোকে কিনেছিলো বেনফিকা। বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে দুর্দান্ত পারফরম্যান্সে বড় দলগুলোর নজরে আসেন তিনি।
রিয়াল, ম্যানইউ, আর্সেনালের সঙ্গে অনেকটা যুদ্ধ করেই এনজোকে দলে ভেড়ালো চেলসি।
শুধু আকাশচুম্বী দরে নয়, দীর্ঘমেয়াদে ফার্নান্দেজকে নিজেদের দুর্গে টেনেছে চেলসি। সবকিছু ঠিক থাকলে ২০৩১ সাল পর্যন্ত দ্য ব্লুজদের সঙ্গে থাকবেন তিনি।
কাতার বিশ্বকাপে ঈর্ষণীয় পারফরম করেছেন ফার্নান্দেজ। দীর্ঘ ৩৬ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে রাখেন অবদান। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার (ফিফা) এই টুর্নামেন্টে সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার জেতেন ২২ বছর বয়সী এই মিডফিল্ডার।
এএইচ