ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

ইনজুরিতে মেসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৩, ১০ ফেব্রুয়ারি ২০২৩

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা ফুটবলার লিওনেল মেসি হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন। কাপ দে ফ্রান্সের ম্যাচে মার্সেই-এর বিপক্ষে ওই ইনজুরিতে পড়েছেন তিনি। মেসি-নেইমারের দল শেষ ষোলোর ওই ম্যাচে ২-১ গোলে হেরেছে।

জানা যায়, ইনজুরির কারণে মোনাকোর বিপক্ষে শনিবারের লিগ ম্যাচে খেলতে পারবেন না মেসি। তবে পিএসজি’র টিম ম্যানেজমেন্ট আশা করছে, ১৪ ফেব্রুয়ারি রাতে বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে খেলতে পারবেন তিনি।

মার্সেই-এর বিপক্ষে ইনজুরির কারণে খেলতে পারেননি কিলিয়ান এমবাপ্পে। মেসি-নেইমার জুটি গড়লেও ওই ম্যাচে বার্সার সাবেক নাম্বার টেন সেরা ফুটবল খেলতে পারেননি। এরপর তার চোটের খবর দলের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে।

উরুর ইনজুরিতে পড়েছেন এমবাপ্পে। তিনিও বায়ার্ন মিউনিখের বিপক্ষে প্রথম লেগের ম্যাচে অনিশ্চিত। ফ্রান্সম্যান এমবাপ্পের বিষয়ে পিএসজি কর্তৃপক্ষ জানিয়েছে, তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে এমবাপ্পের। ওই হিসেবে বায়ার্নের বিপক্ষে প্রথম লেগে খেলতে পারবেন না তিনিও।
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি