ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

ইউনাইটেডের জালে লিভারপুলের রোমাঞ্চকর ৭ গোল 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৩, ৬ মার্চ ২০২৩

ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে সর্বোচ্চ গোলে জয়ের রেকর্ড গড়লো লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগে রেড ডেভিলদের ৭-০ গোলে হারিয়েছে অল রেডরা।

নিজেদের মাঠ অ্যানফিল্ডে লিভারপুলের হয়ে জোড়া গোল করেন মোহাম্মদ সালাহ, গাপকো ও নুনেজ। বাকি গোলটি করেন রবার্তো ফিরমিনো। 

প্রথমার্ধে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে আরও ৬ গোল করে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।

৪৩ মিনিটে অ্যান্ড্রু রবার্টসনের পাস ধরে কোনাকুনি শটে দলকে এগিয়ে নেন গাপকো।

দ্বিতীয়ার্ধের প্রথম পাঁচ মিনিটে দুবার জালে বল পাঠিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় লিভারপুল। ৪৭ মিনিটে মিডফিল্ডার হার্ভি এলিয়টের বাড়ানো ক্রসে হেডে দলের দ্বিতীয় গোলটি করেন নুনেস।

এর তিন মিনিট পর সালাহর বাড়ানো বল গোলরক্ষকের ওপর দিয়ে জালে পাঠান কডি গাপকো।

ম্যাচের ৬৬ মিনিটে জোরাল উঁচু শটে ঠিকানা খুঁজে নেন সালাহ। নয় মিনিট পর ব্যবধান আরও বাড়ান নুনেস। আর ৮৩তম মিনিটে বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে দলের ষষ্ঠ গোলটি করেন সালাহ।

হাকপোর বদলি নামা ফিরমিনো স্কোরলাইনে নাম লেখান ৮৮ মিনিটে।

স্মরণীয় জয়ে লিগ টেবিলের পঞ্চম স্থানে উঠে এলো ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। ২৫ ম্যাচে ৪২ পয়েন্ট সংগ্রহ করেছে তারা। আর সমান ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে ম্যানইউ। 

এর আগে দুই দলের সর্বোচ্চ ব্যবধানের জয়টি ছিল ৭-১ গোলের। ১৮৯৫ সালে দ্বিতীয় বিভাগের খেলায় জয়টি পেয়েছিল লিভারপুল।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি