আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল ঘোষণা, বাদ মাহমুদুল্লাহ
প্রকাশিত : ০৮:৩৬, ১৩ মার্চ ২০২৩
মাহমুদুল্লাহ রিয়াদকে ছাড়াই আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটির জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাজে ফর্মের কারণে দলে জায়গা হারালেন মাহমুদুল্লাহ।
সদ্য শেষ হওয়া ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাত্র ৭১ রান করেন মাহমুদুল্লাহ। গুরুত্বপূর্ণ সময়ে দলের ত্রাণকর্তা হতে পারছেন না তিনি। পাশাপাশি তার স্ট্রাইক রেট ও বাজে ফিল্ডিংও চোখে পড়ার মত।
ইতোমধ্যে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ৩৬ বছর বয়সী মাহমুদুল্লাহ। টি-টোয়েন্টি দলেও নিজের জায়গা হারিয়েছেন তিনি। এবার ওয়ানডে দল থেকে বাদ পড়ায় মাহমুদুল্লাহর ভবিষ্যত হুমকির মুখে পড়েছে।
মাহমুদুল্লাহর জায়গায় দলে নেওয়া হয়েছে ইয়াসির আলিকে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে খেলা তাইজুলকে বাদ দেওয়া হয়েছে। তার জায়গা দলে ডাক পেয়েছেন নাসুম আহমেদ।
প্রথমবারের মত ওয়ানডে দলে ডাক পেয়েছেন জাকির হাসান। এছাড়াও দলে নেওয়া হয়েছে শরিফুল ইসলামকে। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ডাক পেলেও কোন ম্যাচ না খেললেও আয়ারল্যান্ড সিরিজে দলে জায়গা ধরে রেখেছেন তিনি।
রোববার ঢাকায় পা রেখেই সিলেটে উড়ে গেছে সফরকারী আয়ারল্যান্ড দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে যথাক্রমে- ১৮, ২০ এবং ২৩ মার্চ।
প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশ দল
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলী চৌধুরী, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও জাকির হাসান।
এএইচ