টাইগারদের উড়ন্ত সূচনা
প্রকাশিত : ১৫:৪৭, ১৪ মার্চ ২০২৩ | আপডেট: ১৫:৫০, ১৪ মার্চ ২০২৩
উদ্দেশ্য বাংলাওয়াশ। সে লক্ষ্য নিয়ে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। পাওয়ার প্লেতে দুই ওপেনার রনি তালুকদার ও লিটন দাসের ব্যাটে দারুণ সূচনা করে টাইগাররা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৭৭ রান।
মঙ্গলবার (১৪ মার্চ) মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ।
লিটন দাস আর রনি তালুকদারের ব্যাটে চড়ে পাওয়ার প্লের ৬ ওভারে বিনা উইকেটেই ৪৬ রান তুলে ফেলে টাইগাররা। রনি তালুকদার অবশ্য পাওয়ার প্লের শেষ ওভারে একটা সুযোগ দিয়েছিলেন। কিন্তু জোফরা আর্চারের বলে শর্ট থার্ড ম্যানে তার সহজ ক্যাচ ফেলে দেন রেহান আহমেদ। ১৭ রানে জীবন পান রনি। তবে বেশি সময় তিনি আর মাঠে থাকতে পারেননি। ২২ বলে ২৪ রান করে আউট হন এ ব্যাটার।
ইতোমধ্যে সিরিজ জেতা বাংলাদেশের সামনে আজ লক্ষ্য ব্যবধান ৩-০ করা। তবে ইংলিশরা অন্তত শেষ ম্যাচটা জিততে চাইবে।
বাংলাদেশ স্কোয়াড
রনি তালুকদার, লিটন দাস, নাজমুল হোসাইন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, শামীম পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড স্কোয়াড
ফিল সল্ট, ডেভিড মালান, মঈন আলী, জস বাটলার (অধিনায়ক), বেন ডাকেট, স্যাম কারান, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, রেহান আহমেদ, আদিল রশিদ ও জোফরা আর্চার।
এসএ/