পাকিস্তানের বিপক্ষে প্রথম জয় পেল আফগানিস্তান
প্রকাশিত : ০৯:১৫, ২৫ মার্চ ২০২৩
আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে প্রথম জয় পেল আফগানিস্তান। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৬ উইকেটে জিতেছে রশিদ খানের দল।
শুক্রবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে ১৩ বল বাকি থাকতে জয় তুলে নেয় আফগানরা।
শারজায় বাবর-রিজওয়ান-আফ্রিদিকে ছাড়াই টস জিতে ব্যাট করতে নেমে ফারুকি-মুজিবদের বোলিং তোপে শুরু থেকেই ধুকতে থাকে পাকিস্তান। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৯২ রান তোলে তারা।
দলের হয়ে সর্বোচ্চ ১৮ রান আসে ইমাদ ওয়াসিমের ব্যাট থেকে। আফগানদের ছয় বোলারই পান উইকেটের দেখা। ৪ ওভারে স্রেফ ৯ রান দিয়ে ২ উইকেট নিয়ে সফলতম বোলার মুজিব উর রহমান। পেসার ফজলহক ফারুকি ২ উইকেট নেন ১৩ রানে।
জবাবে মাত্র ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছে যায় আফগানিস্তান। তবে দশম ওভারে ৪৫ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে আফগানরা। নবি ও নাজিবউল্লাহর দৃঢ়তায় সেই চাপ কাটিয়ে ওঠে তারা।
শেষ পর্যন্ত অবিচ্ছিন্ন ৫৩ রানের জুটিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম জয়ের আনন্দে ভাসে আফগানিস্তান।
অপরাজিত ৩৮ রান ও দুই উইকেট শিকারে ম্যাচসেরা হয়েছেন মোহাম্মদ নাবি।
আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে এটাই আফগানদের প্রথম জয়।
এএইচ