ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

অভিষেকে ওয়েস্ট ইন্ডিজকে জয়ে রাঙালেন পাওয়েল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৬, ২৬ মার্চ ২০২৩

টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে অভিষেকেই ঝড়ো ইনিংসের মাধ্যমে ওয়েস্ট ইন্ডিজকে দারুন জয়ের স্বাদ পাইয়ে দিলেন দিলেন রোভম্যান পাওয়েল।

শনিবার রাতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ ৩ উইকেটে হারিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে। 

১৮ বলে অপরাজিত ৪৩ রানের ইনিংস খেলেন অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচ খেলতে নামা পাওয়েল। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।

ম্যাচের আগে বৃষ্টির কারণে ১১ ওভারে নির্ধারিত হয় সিরিজের প্রথম টি-টোয়েন্টি। টস হেরে প্রথমে ব্যাট করে ১১ ওভারে ৮ উইকেটে ১৩১ রান তুলে দক্ষিণ আফ্রিকা। 

৪টি চার ও ৩টি ছক্কায় ২২ বলে ৪৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ডেভিড মিলার। ওয়েস্ট ইন্ডিজের শেল্ডন কটরেল-ওডেন স্মিথ ২টি করে উইকেট নেন।

জবাবে ১৩২ রানের টার্গেটে শুরু থেকেই দ্রুত রান তুলেন ওপেনার ব্রান্ডন কিং। ২টি করে চার-ছয়ে ৮ বলে ২৩ রান করে আউট হন তিনি।

টপ-অর্ডারে কাইল মায়ার্স ৬, জনসন চার্লস ১৪ বলে ২৮ ও নিকোলাস পুরান ৭ বলে ১৬ রান করেন। 

অধিনায়ক পাওয়েল যখন নামেন তখন শেষ ৬ ওভারে ৬০ রান দরকার পড়ে ক্যারিবীয়দের। ৫টি ছক্কা ও ১টি চারে ১৮ বলে অপরাজিত ৪৩ রান তুলে ওয়েস্ট ইন্ডিজের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন পাওয়েল। 

দক্ষিণ আফ্রিকার মাগালা ৩ উইকেট নেন। 

ম্যাচ সেরা হন পাওয়েল।

আজ সেঞ্চুরিয়ানেই অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি