ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

সাকিবের আক্ষেপ মুশফিকের সেঞ্চুরি, লিডে দল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৩, ৫ এপ্রিল ২০২৩

সেঞ্চুরি আশা জাগিয়ে ৮৭ রান করে ফিরেন সাকিবের আল হাসান। তবে সাকিবের বিদায়ের পর আয়ারল্যান্ডকে চেপে বসতে দেননি মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস। সাবলীল ব্যাটিংয়ে দলকে লিড এনে দিয়েছেন এই দুই কিপার-ব্যাটার। এরই মধ্যে ৮৭ রান যোগ করেছেন তারা।

ক্যারিয়ারের ১০ম সেঞ্চুরির দেখা পেলেন মুশফিকুর রহিম। ১৩৫ বলে সেঞ্চুরি পূরণ করেন মুশফিকুর রহিম। ১৪ চার ও ১ ছক্কায় ১১১ রানে অপরাজিত মুশি। অপরদিকে লিটন দাস ৩৭ বল মোকাবেলায় ৮টি চারের মারে অপরাজিত ৪২ রানে।

এ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ২৮৪ রান। লিড পেয়েছে ৭০ রানের।

অ্যান্ড্রু ম্যাকব্রাইনের এক ডেলিভারিতে ভাঙল ১৫৯ রানের জুটি। অফ স্টাম্পের বেশ বাইরের বল ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে লরকান টাকারের গ্লাভসে। ৯৪ বলে ১৪ চারে ৮৭ রান করে সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে ফেরেন সাকিব।

তিন উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। তবে সাকিব আল-হাসান ও মুশফিকুর রহিমের দৃঢ়তায় বিপদমুক্ত হয়ে বড় সংগ্রহের দিকে এগিয়ে যায় বাংলাদেশ। 

একমাত্র টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৮০ রানে পিছিয়ে থেকে ৮ উইকেট নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। তবে নেমেই মুমিনুল হকের উইকেট হারিয়েছে টাইগাররা। 

মুমিনুল আগের দিনের করা ১২ রানের সঙ্গে যুক্ত করেন মাত্র ৫ রান। মার্ক আদেয়ারের বলে বোল্ড হয়ে ফিরে যান সাবেক এই অধিনায়ক। 

এরআগে প্রথম ইনিংসে তাইজুলের বোলিং তোপে ২১৪ রানেই সবকটি উইকেট আইরিশরা। জবাবে ২ উইকেট হারিয়ে ৩৪ রান তুলে দিন শেষ করে বাংলাদেশ।

আয়ারল্যান্ডকে ২১৪ রানে অলআউট করে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি স্বাগতিকদের। স্কোর বোর্ডে ২ রান উঠতেই কোন রান না করেই আউট হন শান্ত। আর দলীয় ৩৪ ও ব্যক্তিগত ২১ রানে সাজ ঘরে ফেরেন তামিম ইকবাল।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি