ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

দুই ম্যাচ পর মেসি-রামোসের গোলে জয়ে ফিরলো পিএসজি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৫, ৯ এপ্রিল ২০২৩

ফরাসি লিগে টানা দুই ম্যাচ হারার পর জয়ের ধারায় ফিরলো পিএসজি। নিসকে ২-০ গোলে হারিয়েছে ক্রিস্তোফা গালতিয়েরের শিষ্যরা।

প্রতিপক্ষের মাঠে শুরু থেকে গোলের জন্য মরিয়া হয়ে খেলে মেসি-এমবাপ্পেরা। প্রথমার্ধে মেসি দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন সের্হিও রামোস।

একের পর আক্রমণে সফলতা আসে ম্যাচের ২৬ মিনিটে। নুনো মেন্ডিসের বাড়ানো বলে বাঁ পায়ের দর্শনীয় শর্টে দলকে এগিয়ে দেন লিওনেল মেসি। 

এরপর আক্রমণের ধার হারায় ফরাসি জায়ান্টরা। 

তবে একাধিক সুযোগ তৈরি করেও কখনো গোলপোস্ট, আবার কখনো রক্ষণের দৃঢ়তায় জালের দেখা পায়নি নিস। স্রোতের বিপরিতে আরও এক গোল হজম করে দলটি। 

৭৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নেয় পিএসজি। মেসির অ্যাসিস্টে দলকে ২-০ গোলে জয় এনে দেন সার্জিও রামোস।

রেনে ও লিঁর কাছে টানা দুই ম্যাচে হারের পর জয়ে ফিরল ফরাসি চ্যাম্পিয়নরা। এ জয়ে ৩০ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান আরও সংহত করল পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা লঁসের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান বেড়ে হলো ৬।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি