ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

বায়ার্নকে হারিয়ে স্বপ্ন জয়ের আরও কাছে ম্যানসিটি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫২, ১২ এপ্রিল ২০২৩

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বায়ার্নকে হারিয়ে স্বপ্ন জয়ের পথে আরও একধাপ এগিয়ে গেল ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে রদ্রিগোর গোলে এগিয়ে যাওয়ার পর বের্নাদো সিলভা ও আর্লিং হ্যালন্ডের লক্ষ্যভেদে সেমিতে ওঠার সম্ভাবনা জোড়ালো করলো গার্দিওলার শিষ্যরা।

চ্যাম্পিয়ন্স লিগের অধরা শিরোপার দ্বারপ্রান্ত থেকে বারবার ফিরে আসলেও এবার আটঘাট বেঁধেই নেমেছে ম্যানচেস্টার সিটি। তারই ধারাবাহিকতায় বায়ার্নকে উড়িয়ে সেমিফাইনাল প্রায় নিশ্চিত করে ফেললো সিটিজেনরা।

ইতিহাদ স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলে বাভারিয়ানদের চাপে রাখে সিটি। একের পর এক সুযোগ তৈরি করে ২৭ মিনিটে পায় সফলতা। দুর্দান্ত গোলে দলকে এগিয়ে দেন রদ্রিগো। এই এক গোলে লিড নিয়েই বিরতিতে যায় সিটিজেনরা।

দ্বিতীয়ার্ধে পাল্টা আক্রমণ করেও ফল পায়নি জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। উল্টো ৭০ মিনিটে আরও পিছিয়ে পরে তারা। দারুণ গোলে স্বাগতিক সমর্থকদের উল্লাসে ভাসান বের্নাদো সিলভা।

ম্যাচের ৭৬ মিনিটে সিটিকে প্রথম লেগেই সেমিফাইনালের সুবাস এনে দেন নওরয়ে স্ট্রাইকার আর্লিং হ্যালন্ড। চলতি মৌসুমে ১১তম গোলের দেখা পান তিনি।

অপর ম্যাচে পর্তুগিজ দল বেফিকাকে তাদের মাঠেই হারিয়ে সেমিফাইনালের স্বপ্ন দেখছে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান। স্তাদিও দে লুজায় দ্বিতীয়ার্ধের শুরুতে নিকোলাস বারেরার গোলে এগিয়ে যাওয়ার পর দলকে ২-০ গোলের জয় এনে দেন রোমেলু লুকাকু।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি