ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

বেনজেমার মাইলফলকের ম্যাচে চেলসিকে হারিয়ে সেমির পথে রিয়াল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৮, ১৩ এপ্রিল ২০২৩

করিম বেনজেমার মাইলফলকের ম্যাচে চেলসিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের পথে এক পা দিয়ে রাখলো রিয়াল মাদ্রিদ। ফরাসি স্ট্রইকারের গোলে প্রথমার্ধে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান মার্কো অ্যাসেসিও। 

ঘরোয়া লিগে ফলটা যেমনই হোক ইউরোপ সেরার মঞ্চে আসলেই যেন স্বরূপে ফেরে লস-ব্লাঙ্কোরা। এদিনও হয়েছে তাই। লা লিগার গেল ম্যাচে হারলেও চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নেমেই পেয়েছে দারুন জয়।

মৌসুম জুড়ে ব্যর্থতার বৃত্তে বন্দি থাকা চেলসির বিপক্ষে শুরু থেকেই দাপট দেখায় রিয়াল। একের পর এক আক্রমণে ২১ মিনিটে সফলতা পায় দলটি। রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলার দিনে গোলের শুরুটাও করেন ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা।

আক্রমণ ঠেকাতে টালমাটাল চেলসি সবচেয়ে বড় ভুল করে ম্যাচের ৫৯ মিনিটে। রদ্রিগোকে বাজেভাবে বাধা দিয়ে লাল কার্ড দেখেন মিফিল্ডার বেন চিলওয়েল। ৭৫ মিনিটে ব্যবধার বাড়ান মার্কো অ্যাসেনসিও।

বাকি সময় ১০ জনের দল নিয়ে কোনো সম্ভাবনাই তৈরি করতে পারেনি ল্যাম্পার্ডের চেলসি।

দুই গোলের জয়ে সেমিফাইনালে ওঠার সম্ভাবনা জোরাল হলেও রিয়ালের সামনে স্বস্তির সুযোগ নেই। আগামী মঙ্গলবার ফিরতি লেগে তাদের খেলতে হবে চেলসির মাঠে।

এদিকে, কোয়ার্টার ফাইনালের অপর ম্যাচে মাঠে নেমেছিল ইতালিয়ান দুই দল এসি মিলান ও নাপোলি। আক্রমণ বা বল দখল, দুই দলই লড়েছে সমান তালে। তবে প্রথমার্ধে কারা ইসমাইল বেনাসের একমাত্র গোলই গড়ে দিয়েছে ম্যাচের ভাগ্য।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি